ব্রিটেনে মুসলিম কাউন্সিলে প্রথম নারী মহাসচিব জারা মুহাম্মাদ

ব্রিটেনের মুসলিম কাউন্সিলের (এমসিবি) প্রথম নারী প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন জারা মুহাম্মাদ।

চলতি সপ্তাহে অনুষ্ঠিত হয় সংস্থাটির মহাসচিব নির্বাচন। নির্বাচনে আজমল মসরুরকে হারিয়ে মহাসচিব নির্বাচিত হন জারা মোহাম্মদ।

এর আগে এমসিবির মহাসচিব হিসেবে সাড়ে চার বছর দায়িত্ব পালন করেন হারুন খান।

২৯ বছর বয়সী জারা মুহাম্মাদ নির্বাচিত হওয়ার পর বলেছেন, ‘ব্রিটেনের মুসলমানের কল্যাণে কাজ করাই হবে আমার একমাত্র লক্ষ্য। সবসময় মুসলিমদের অধিকার নিয়ে কাজ করব। আমাকে দেখে অনেক তরুণী এগিয়ে আসবে, নেতৃত্বের প্রতি অনুপ্রাণিত হবে। তারা আমাদের সংগঠন ও সমাজের ভরিষ্যৎ। ’

জারা মুহাম্মাদ গ্লাসগোর বাসিন্দা। তিনি মানবাধিকার বিষয়ে পড়াশোনা করেছেন।

সূত্র: দ্য গার্ডিয়ান

এ জাতীয় আরো সংবাদ

সরকারের চাপে বাধ্য হয়ে ওজন কমালেন সৌদি নাগরিক

নূর নিউজ

কাতারে ফুটবল বিশ্বকাপ দেখতে আসা ৫৫৮ দর্শক ইসলামের ছায়াতলে

নূর নিউজ

যুদ্ধের মধ্যেই ইসরায়েল সফরে বাইডেন

নূর নিউজ