ভারত চায় বাংলাদেশে সংবিধান অনুযায়ী সঠিক সময়ে নির্বাচন হোক

বাংলাদেশে সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়েই শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি এ কথা জানিয়েছেন।

শুক্রবার (১১ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বাংলাদেশের নির্বাচনী পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাংলাদেশের জাতীয় নির্বাচন ঘিরে বিরোধী দল বিএনপির লাগাতার আন্দোলন, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি নিয়ে প্রশ্নের জবাবে অরিন্দম বাগচি বলেন, এ সংক্রান্ত প্রশ্নের জবাবে এর আগেও তিনি ভারত সরকারের মনোভাবের কথা জানিয়েছিলেন। সেই মনোভাব অপরিবর্তিত আছে। বাংলাদেশের অভ্যন্তরে কী চলছে, সে বিষয়ে কোনো মন্তব্য করা ঠিক হবে না।

তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার গড়া হবে কিনা, বিষয়টি সে দেশের সংবিধানে স্পষ্ট করে বলা হয়েছে। তাই এ নিয়ে কিছু বলা সঙ্গত নয়। ভারত চায়, নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হোক এবং নির্ধারিত সময়েই হোক।

এ জাতীয় আরো সংবাদ

সরকার গায়ের জোরে একতরফা নির্বাচনের দিকে যতই এগুচ্ছে সংকট তত ঘণিভূত হচ্ছে

নূর নিউজ

দেশে ভারি বর্ষণের সম্ভাবনা

আনসারুল হক

অসুস্থ খন্দকার মোশাররফ হোসেন, উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রক্রিয়া চলছে

নূর নিউজ