ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে আফগানিস্তানে ত্রাণসামগ্রী পাঠাচ্ছে সরকার

ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তানে ত্রাণ সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ। সোমবার (৪ জুলাই) সকালে একটি সি-১৩০ উড়োজাহাজ এই ত্রাণসামগ্রী নিয়ে আফগানিস্তানের উদ্দেশে রওনা হয়েছে।

ত্রাণ পাঠানোর বিষয়ে এদিন পররাষ্ট্রমন্ত্রী তার দফতরে সাংবাদিকদের বলেন, ‘মানবিক সহায়তা হিসেবে এই ত্রাণ পাঠানো হচ্ছে। আফগান সরকারের কাছে এই ত্রাণ পাঠানো হবে।’

উল্লেখ্য, গত মাসের শেষ দিকে আফগানিস্তানের পূর্বাঞ্চলে এক শক্তিশালী ভূমিকম্পে হাজারের বেশি নিহত এবং অনেক লোক আহত হয়েছে। ভূমিকম্পে প্রচুর ঘরবাড়ি ধ্বংস হয়েছে।

ত্রাণসামগ্রীর মধ্যে গুঁড়ো দুধ, তাঁবু, কম্বল, ওষুধ ও শুকনো খাবার রয়েছে বলে জানান মন্ত্রী।

এ জাতীয় আরো সংবাদ

শেখ হাসিনাকে হত্যাচেষ্টা, বিএনপির ৭ নেতাকর্মীর জামিন স্থগিত

আনসারুল হক

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নূর নিউজ

সেনেগালে নতুন প্রধানমন্ত্রী ওসমান সোনকো

নূর নিউজ