ভোলায় ইসলামী ছাত্র আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

এইচ এম হাছনাইন, ভোলা প্রতিনিধি:

বন্ধু প্রতিম ছাত্র সংগঠন, সাংবাদিক ও প্রশাসনের সম্মানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার, ২৩ রমজান ১৪৪৬ হিজরী ২৪ মার্চ ২০২৫ইং  বিকাল ৪ টায় ভোলা প্রেসক্লাব কুইন আইল্যান্ড রেস্টুরেন্টে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মুহাম্মাদ মাহমুদুল হাসান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ইয়ামিন ইরফান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় তথ্য গবেষণা ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মদ ফয়জুল ইসলাম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশে আমরা অনেক আন্দোলন সংগ্রাম দেখেছি কিন্তু জনগণের কাঙ্ক্ষিত মুক্তি নিশ্চিত হয় নি। জনগণের কাঙ্ক্ষিত মুক্তি নিশ্চিত করতে হলে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে হবে। নীতিবান মানুষদের নেতৃত্বে না আনতে পারলে আমাদের সকল বিপ্লব-ই ব্যর্থ হবে। তাই রাজনীততে স্বচ্ছ নেতা-নেতৃত্ব তৈরি করতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দীর্ঘ ৩৩ বছর কাজ করে যাচ্ছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর হাত কে শক্তিশালী করে আগামীর নেতৃত্বে গুনগত পরিবর্তন আনতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী, সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি মুফতি আব্দুল মোমিন, জাতীয় শিক্ষক ফোরাম ভোলা জেলা উত্তর শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান চৌধুরী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মুহাম্মাদ মামুনুর রশিদ,যুগ্ম সাধারণ সম্পাদক এইচএম হাবিবুল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সাবেক সভাপতি মুহাম্মদ আবু জাফর।

আরো উপস্থিত ছিলেন, কালবেলা সিনিয়র সাংবাদিক মুহাম্মদ ওমর ফারুক, ভোলা প্রেসক্লাব সিনিয়র সাংবাদিক এ্যাডভোকেট মনিরুল ইসলাম, ভোলা জেলা ডিএসবি মুহাম্মদ তরিকুল ইসলাম, বন্ধু প্রতিম ছাত্র সংগঠন থেকে ইসলামী ছাত্র শিবির ভোলা শহর শাখার সভাপতি মুহাম্মদ আল আমিন, বাংলাদেশ ছাত্র সমাজ ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ হোসেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ভোলা জেলা সহ-সভাপতি মুহাম্মদ নিজাম তালুকদার সহ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সহ-সভাপতি মুহাম্মদ হাবিবুর রহমান সহ জেলা ও থানা শাখার প্রমূখ নেতৃবৃন্দ।

এ জাতীয় আরো সংবাদ

প্রস্তাবিত বাজেট গতানুগতিক, গণমুখী নয়: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

আনসারুল হক

কমলো ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য

নূর নিউজ

‘জুলাই পরবর্তী বাংলাদেশের শঙ্কা উত্তরণে ফ্যাসিস্টদের অপতৎপরতা রুখতে হব’

আনসারুল হক