ভ্যাকসিন বিরোধী বিক্ষোভ, কানাডায় রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা

কানাডার রাজধানী অটোয়ার মেয়র জিম ওয়াটসন গতকাল (রোববার) রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। দেশটির ট্রাক ড্রাইভাররা নজিরবিহীনভাবে ট্রাক দিয়ে রাজধানীর বিভিন্ন সড়ক অবরুদ্ধ করে রাখার প্রেক্ষাপটে রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করা হলো।

ট্রাক দিয়ে সড়কগুলো অবরুদ্ধ করার কারণে রাজধানী অটোয়ার বেশিরভাগ এলাকা অচল হয়ে পড়েছে। জিম ওয়াটসন এক বিবৃতিতে বলেন, ট্রাক ড্রাইভারদের এই অবরোধ অটোয়ার অধিবাসীদের নিরাপত্তার ওপর বিপদ ও ঝুঁকি সৃষ্টি করেছে। এই পরিস্থিতি অবসানের জন্য বিচার ব্যবস্থা এবং সরকারের বিভিন্ন পর্যায়ে থেকে রাজধানীবাসীকে সমর্থন দেয়া প্রয়োজন।
এর আগে জিম ওয়াটসন অভিযোগ করেছিলেন যে, পুলিশের চেয়ে আন্দোলনে অংশ নেয়া ট্রাক ড্রাইভারের সংখ্যা বেশি এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে।

সীমান্ত এলাকায় ট্রাক চালকদের করোনাভাইরাসের টিকা গ্রহণ বাধ্যতামূলক করার প্রতিবাদে ‘ফ্রিডম কনভয়’ নামে এই অবরোধ আন্দোলন শুরু করেছে ট্রাক ড্রাইভাররা। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সরকারের জনস্বাস্থ্য বিষয়ক কিছু পদক্ষেপের বিরুদ্ধে এখন তা বড় আন্দোলনে পরিণত হয়েছে।

এদিকে ট্রাক ড্রাইভারদের এই সড়ক অবরোধ আন্দোলন রাজধানীবাসীর ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় পুলিশ বলছে, তারা বিষয়টিকে শক্ত হাতে দমনের পদক্ষেপ নিতে যাচ্ছে।

ট্রাক ড্রাইভারদের এই প্রতিবাদ আন্দোলনের কারণে রাজধানীর অটোয়া গত নয়দিন ধরে অচল অবস্থায় রয়েছে। আন্দোলনকারীদের অনেকেই নাজি বাহিনীর পতাকা ওড়াচ্ছে এবং তারা কানাডা সরকারের পতন দাবি করছে। ফ্রিডম কনভয় আন্দোলনের আয়োজকরা বলছেন, টিকা গ্রহণের বাধ্যবাধকতার অবসান না ঘটানো পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। অন্যদিকে, কানাডার জনস্বাস্থ্য বিষয়ক মন্ত্রী মার্কো মেন্ডিসিনো বলেছেন, এই ইস্যুতে সরকার তার অবস্থান থেকে সরে আসবে না।

এ জাতীয় আরো সংবাদ

ক্যাপিটলে হামলা নিয়ে ট্রাম্পের সুর বদল

আনসারুল হক

মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তার করছে চীন

নূর নিউজ

গাজায় গণহত্যা মামলার শুনানির দিন ঘোষণা জাতিসংঘ আদালতের

নূর নিউজ