মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী’র ইন্তেকালে বাংলাদেশ খেলাফত মজলিসের শোকবার্তা

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী’র (রাহমাতুল্লাহি আলাইহি) ইন্তেকালে গভীর শোক জানিয়েছেন, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

আজ (৪ মার্চ, শুক্রবার) এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী রাহ. আজীবন ইসলামী রাজনীতি, সমাজসেবা ও মানবতার কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। তাঁর মৃত্যু মুসলিম উম্মাহর জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন দ্বীনি শিক্ষা, ইসলামী আন্দোলন ও দাওয়াতের একজন নিবেদিতপ্রাণ সৈনিক। তাঁর প্রতিটি কাজ ইসলামের প্রচার ও প্রসারের জন্য উৎসর্গিত ছিল।

আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহ তা’আলা যেন তাঁকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন, তাঁর পরিবার, মাদরাসার ছাত্র-শিক্ষক, দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের ধৈর্য ধারণের তাওফিক দান করেন—এই দোয়া করছি।

উল্লেখ্য মাওলানা হাফেজ ক্বারী আতাউল্লাহ হাফেজ্জী, রাজধানীর কামরাঙ্গীরচর নিজ মাদ্রাসা জামেয়া নুরিয়ায় আজ সকাল ১১.০০ ইন্তিকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

এ জাতীয় আরো সংবাদ

দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের ডাক ইসলামী আন্দোলনের

নূর নিউজ

সমৃদ্ধি ও সুশাসনই আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী

নূর নিউজ

আওয়ামী লীগ সব ধর্মীয় বিশ্বাসের মানুষের অধিকার নিশ্চিত করতে কাজ করে

নূর নিউজ