মার্কিন নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনে রুশ সেনাদের আক্রমণের আশঙ্কায় এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন এ নির্দেশ দেন।

বাইডেন বলেন, মার্কিন নাগরিকদের এখনই ইউক্রেন ত্যাগ করা উচিত। আমরা বিশ্বের অন্যতম বৃহৎ একটি সামরিক বাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়ে আছি। এটি পুরোপুরি আলাদা একটি ব্যাপার এবং পরিস্থিতি দ্রুত খারাপ হয়ে যেতে পারে।

এদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও এক সতর্কতা জারি করে বলা হয়েছে, ইউক্রেনের কোথাও রাশিয়া সামরিক পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের সরিয়ে নিতে সক্ষম হবে না। তাই মার্কিন নাগরিকদের অবিলম্বে বাণিজ্যিক বা ব্যক্তিগত উপায়ে দেশটি ত্যাগ করা উচিত।

উল্লেখ্য, ইউক্রেন সীমান্তে দীর্ঘদিন ধরেই প্রায় এক লাখ সেনাসদস্য মোতায়েন করে রেখেছে প্রতিবেশী দেশ রাশিয়া। এর মধ্যে ট্যাংক ও কামানসহ যুদ্ধবিমানের বহরও ইউক্রেন সীমান্তে পাঠিয়েছে দেশটি। যেকোনো মুহূর্তে রুশ সেনারা দেশটিতে আক্রমণ করতে পারে বলেও আশঙ্কা রয়েছে। যদিও ইউক্রেনে হামলার কোনো পরিকল্পনা নেই বলে বরাবরই দাবি করে আসছে মস্কো।

এ জাতীয় আরো সংবাদ

বিশ্ব ঐতিহ্য তালিকায় প্রাচীন মসজিদের শহর বাগেরহাট

নূর নিউজ

মুসলমানদের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিলেন বাইডেন

আলাউদ্দিন

ইউরোপকে অন্য পাইপ লাইনে গ্যাস দিতে চান পুতিন

নূর নিউজ