মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচিতে বৃষ্টি উপেক্ষা করে জনতার ঢল

এইচ এম হাছনাইন, ভোলা প্রতিনিধি :

ফিলিস্তিনে ইসরাইলের মুসলিম গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচির আয়োজন করে ‘ফিলিস্তিন সংহতি আন্দোলন, তজুমদ্দিন উপজেলা’।

১৯ এপ্রিল ২০২৫, শনিবার, সকাল ১০.৩০ ঘটিকায় তজুমদ্দিন উপজেলার বাসস্ট্যান্ড চত্ত্বরে গণজমায়েত কর্মসূচিত অনুষ্ঠিত হয়।

মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচিতে যোগ দিতে তজুমদ্দিন উপজেলার বিভিন্ন ইউনিয়ন, মসজিদ, মাদ্রাসা , এলাকা থেকে মিছিল নিয়ে যোগ দেয় শত শত মানুষ।
এ কর্মসূচি সফল করতে গত কয়দিন ধরে তজুমদ্দিন উপজেলার বিভিন্ন মসজিদে, সকল ইউনিয়নে প্রচারণা চালিয়েছে তজুমদ্দিন উপজেলার বিভিন্ন রাজনৈতিক, অরাজনৈতিক , সামাজিক সংগঠনের ঐক্যবদ্ধ সংগঠন ফিলিস্তিন সংহতি আন্দোলন, তজুমদ্দিন উপজেলা। তাদের ব্যাপক প্রস্তুতিতে তজুমদ্দিন শহরে জনস্রোত ছড়িয়ে পরে। তজুমদ্দিন বাসস্ট্যান্ড চত্বরে তৈরি করা হয় মঞ্চ।

সেখানে বিভিন্ন রাজনৈতিক, অরাজনৈতিক, সামাজিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ বক্তৃতা প্রদান করেন।
তারপর মার্চ ফর প্যালেস্টাইন শুরু হয়ে তজুমদ্দিন উপজেলা গেইটে এসে শেষ হয়।

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার মাওলানা মুফতি জাফর আহমদ, সেক্রেটারি মাওলানা শোয়াইব আহমেদ ফরিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তজুমদ্দিন উপজেলার আহ্বায়ক আলহাজ্ব গোলাম মোস্তফা মিন্টু, সদস্য সচিব আলহাজ্ব ওমর আসাদ রিন্টু, খেলাফত মজলিস তজুমদ্দিন উপজেলা শাখার সভাপতি মাওলানা আবদুর রাজ্জাক, তজুমদ্দিন উপজেলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নাছরুল্লাহ হামিদী, শশীগঞ্জ মধ্যবাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোসলেহ উদ্দিন, তজুমদ্দিন মার্কাজ মাদ্রাসার শিক্ষক মাওলানা মুফতি ঈসা প্রমুখ।

বক্তারা ইসরাইল,ভারত ও আমেরিকায় মুসলমানদের নির্বিচারে নিপীড়ন, হত্যার বিচার দাবি করেন এবং সাথে সাথে ইসরাইল, ভারত ও আমেরিকার সকল পণ্যগুলোকে বর্জন করার আহ্বান জানান।

পরিশেষে ফিলিস্তিনে, ভারতে মুসলিমদের শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এ জাতীয় আরো সংবাদ

সাতক্ষীরায় পর্যাপ্ত অক্সিজেন না পেয়ে ৮ জনের মৃত্যুর অভিযোগ

আনসারুল হক

হেফাজত আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী অসুস্থ

আনসারুল হক

ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কিছুই রাজনীতিতে জায়গা পাবে না : হাসনাত

আনসারুল হক