মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১২৯ অভিবাসী আটক

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১২৯ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।

সোমবার রাতে বালাকংয়ে মেশিনের যন্ত্রাংশ তৈরির একটি কারখানায় মালয়েশিয়ার অভিবাসন বিভাগের অভিযানে তাদের আটক করা হয়।

ইমিগ্রেশনের পরিচালক দাতুক খায়রুল দাজাইমি দাউদ বলেন, রাত ৮টার দিকে শুরু হওয়া অভিযানে ১৩৪ অভিবাসীর কাগজপত্র পরীক্ষা করার পর কারখানায় কর্মরত ২০ থেকে ৪৯ বছর বয়সি ১১০ পুরুষ ও ১৯ নারীকে আটক করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে ইন্দোনেশিয়ান, বাংলাদেশ, ভারত, মিয়ানমার এবং নেপালের শ্রমিক রয়েছেন। খায়রুল দাজাইমি বলেন, ধারা ৬(১)(সি) অভিবাসন আইন ১৯৫৯/৬৩-এর অধীনে অবৈধ শ্রমিক রাখার দায়ে নিয়োগকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং ৫ হাজার রিঙ্গিত করে জরিমানা করা হবে বলে তিনি জানান।

এদিকে অভিযানের সময় পাঁচ বিদেশি কর্মীকেও পাওয়া গেছে। মেলাকাতে একটি কোম্পানির অধীনে নিবন্ধিত একটি অস্থায়ী কাজের পাস (পিএলকেএস) আছে, কিন্তু তারা সেলাঙ্গরে কাজ করে।

এ জাতীয় আরো সংবাদ

কাতারে ৩০০০ শ্রমিকের জন্য আল নুরের ইফতার আয়োজন

আনসারুল হক

কুয়েতে কুরআনে হাফেজদের সম্মাননা প্রদান

নূর নিউজ

কাতারে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে গণসমাবেশ

নূর নিউজ