আমেরিকার গির্জাগুলো মুসলমানদের মিলন কেন্দ্রে পরিণত হবে: যুক্তরাষ্ট্র প্রবাসী মুফতি ইসমাইলের স্বপ্ন

আমেরিকার প্রথম মসজিদটি স্থাপিত হয়েছিল ১৮৯৩ সালে ইলিনইজ অঙ্গরাজ্যের শিকাগো শহরে l মসজিদটির নাম হচ্ছে আল সাদিক মসজিদ l কিছু মিসরীয় মুসলিমদের হাত ধরে মসজিদটি নির্মাণ হয়েছিল l
আমেরিকার দ্বিতীয় মসজিদটি স্থাপিত হয় প্রথম মসজিদ স্থাপনের প্রায় ত্রিশ বছর পর ১৯২১ সালে। মিশিগান অঙ্গরাজ্যের হাইল্যান্ড পার্কে l ওই মসজিদটি স্থাপন করেন আফ্রিকান বংশোদ্ভূত কিছু আমেরিকান মুসলিম পরিবার l
আমেরিকার তৃতীয় মসজিদটি স্থাপিত হয় ১৯২৯ সালে নর্থ ডাকোটায় l
সে সময়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আসা কিছু মুসলিম পরিবার একত্রিত হয়ে মসজিদটি নির্মাণ করে। পরে অর্থকষ্টে মুসলমানরা ওই অঞ্চল ছেড়ে চলে যায়। দেখাশুনার অভাবে মসজিদটি পরিত্যক্ত হয়ে যায় l প্রায় ৭৫ বছর পর মুসলিমদের আনাগোনায় জায়গাটি আবার প্রাণচাঞ্চল্য ফিরে পায় l অবশেষে ২০০৫ সালে মসজিদটি পুনরায় নির্মাণ করা হয়।
চতুর্থ মসজিদটি নির্মাণ হয় ১৯৩৪ সালে আওয়া অঙ্গরাজ্যের Cedar Rapids শহরে l জর্ডান ও সৌদি আরবের কিছু মুসলিম পরিবার মিলে মসজিদটি নির্মাণ করেন l আমেরিকার অন্যান্য প্রচীন মসজিদ গুলো কখনো কখনো সাময়িক বন্ধ হলেও এই মসজিদটি শুরুর পর থেকে কখনোই বন্ধ হয়নি তাই এই মসজিদটিকে Mother of Mosque বলা হয় l
এই হলো মার্কিন মুল্লুকে মুসলমানদের মসজিদ নির্মানের ইতিহাস l এভাবেই শুরু হয়ে বর্তমানে এসে সমস্ত আমেরিকায় মসজিদের সংখ্যা প্রায় ২১০০ l শুরুর দিকে মসজিদ নির্মানে বাঙালীদের অবদান না থাকলেও বর্তমানে এই অবদান উল্লেখ করার মতোন l বাঙালী মুসলিমরা যেখানেই গিয়েছে সেখানেই মসজিদ বানানোর চেষ্টা করেছে এবং সফলও হয়েছে l
পরিশেষে বলতে চাই, ইসলামের সঠিক চর্চা হলে একদিন আমেরিকার গির্জাগুলো মুসলমানদের মিলন কেন্দ্রে পরিণত হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সে স্বপ্ন ও আশা কবুল করুর।

এ জাতীয় আরো সংবাদ

বাংলাদেশি যাত্রী অসুস্থ, করাচিতে জরুরি অবতরণ করল সৌদিগামী বিমান

নূর নিউজ

১৭৫ আসনের মধ্যে ৭৫টিতে জয়ী ইমরান খান সমর্থিত প্রার্থীরা

নূর নিউজ

পাকিস্তানের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা পেলেন মাওলানা তারিক জামিল

আলাউদ্দিন