মুফতি রফি উসমানীর ইন্তেকালে পীর সাহেব চরমোনাই’র শোক ও মাগফিরাত কামনা

ইসলামী বিশ্বের একজন মহান ব্যক্তিত্ব, পাকিস্তানের গ্র্যান্ড মুফতি প্রখ্যাত আলেম হযরত মাওলানা মুফতি মুহাম্মদ রফি উসমানী (রহ.) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন।

রফি উসমানির ইন্তেকালে গভীর শোক জানিয়ে মরহুমের মাগফিরাত কামনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। এক শোক বার্তায় পীর সাহেব চরমোনাই বলেন, ইসলামী শিক্ষার প্রসারে মুফতি রফি উসমানির অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। তিনি ছিলেন একজন ধর্মীয় পণ্ডিত, আইনবিদ এবং লেখক। তিনি ফিকাহ, হাদিস এবং তাফসিরে তার জ্ঞানের জন্য স্বীকৃত মুফতি রফি উসমানি উর্দুতে প্রচুর বইয়ের পাশাপাশি আরবি ভাষায়ও উল্লেখযোগ্য গ্রন্থ রচনা করেছেন। যা বিশ্বমুসলিম উম্মাহর কল্যাণ গুরুত্বপূর্ণ অবদান হয়ে থাকবে।
এছাড়াও তিনি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিস আল-আরাবিয়ার কার্যনির্বাহী পরিষদের সদস্য ছিলেন ও এনইডি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এবং করাচি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ছিলেন।

মুফতি মুহাম্মদ রফি উসমানী (রহ.) ইন্তেকালে মুসলিম বিশ্বের অপুরণীয় ক্ষতি সাধিত হলো। যা সহজে পুরণ হবার নয়। মহান রব্বুল আলামিন হযরতের সকল নেককাজকে কবুল করুন।মহান আল্লাহর কাছে তার জন্য জান্নাতের সুউচ্চ মর্যাদা কামনা করছি।
এদিকে মুফতি মুহাম্মদ রফি উসমানী (রহ.) ইন্তেকালের সংবাদ ছড়িয়ে পড়লে বরিশালের চরমোনাই মাদরাসায় মরহুমের মাগফিরাত কামনা করে এক বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এতে মাদরাসার হাজার হাজার ছাত্র ও শিক্ষক অংশগ্রহণ করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই দোয়া পরিচালনা করেন। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

এ জাতীয় আরো সংবাদ

অল্পের জন্য রক্ষা পেলেন ১৭৩ বিমান যাত্রী

নূর নিউজ

মক্কায় ইসলামিক স্কলারদের আন্তর্জাতিক সম্মেলন

নূর নিউজ

দিল্লিতে রেকর্ড সর্বোচ্চ তাপমাত্রা ৪৯.৯ সেলসিয়াস: আবহাওয়া ব্যুরো

নূর নিউজ