মুরাদের বিরুদ্ধে মামলা করবে বিএনপি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাতনি ব্যারিস্টার জায়মা রহমানকে নিয়ে কটূক্তির করায় সদ্য বিদায়ী তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে বিএনপি।

বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্তে রোববার (১২ ডিসেম্বর) ঢাকা বিশেষ ট্রাইব্যুনালে এ মামলা করবেন দলের জাতীয়তাবাদী ঘরানার আইনজীবীরা।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান শনিবার (১১ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেন।

শায়রুল কবির বলেন, বিএনপির আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারের নেতৃত্বে জাতীয়তাবাদী ফোরামের আইনজীবীরা আগামীকাল সকালে ঢাকার বিশেষ ট্রাইব্যুনালে মামলা করার উদ্দেশে যাবেন। তিনি বলেন, মুরাদ হাসানের কুরুচিপূর্ণ অশ্লীল ভাষায় নারী বিদ্বেষমূলক বক্তব্যের কারণে বিচার চেয়ে এ মামলা করা হবে।

এছাড়া রংপুর বিভাগ বাদে অন্যান্য বিভাগের বিশেষ ট্রাইব্যুনালেও এ সংক্রান্ত মামলা করা হবে বলে জানান শায়রুল কবির খান।

প্রসঙ্গত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জায়মা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য ও চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে ফোনালাপ ফাঁস হওয়ার পর প্রধানমন্ত্রীর নির্দেশে তথ্য প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ডা. মুরাদ হাসান। একইসঙ্গে জামালপুরের স্থানীয় আওয়ামী লীগের পদও হারান মুরাদ। এরপর বৃহস্পতিবার রাত ১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের ফ্লাইটে দুবাই হয়ে কানাডার উদ্দেশে রওয়ানা দেন তিনি। যদিও কানাডায় ডা. মুরাদ হাসানকে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে বেশকিছু সূত্রে জানা গেছে।

এ জাতীয় আরো সংবাদ

জনগণ শপথ নিয়েছে, এ সরকারের পতন না হওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরবে না: মির্জা আব্বাস 

নূর নিউজ

ইসলামই মানবতার মুক্তির একমাত্র ঠিকানা: মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম

নূর নিউজ

গৃহবধূ থেকে যেভাবে রাজনীতিতে উত্থান খালেদা জিয়ার

নূর নিউজ