মুসলমানদের জায়গা দখল করার পাঁয়তারা করছে মোদি সরকার: ক‌ওমি পরিষদ

ভারতের পার্লামেন্টে ওয়াকফ আইন সংশোধন করা হয়েছে। এই সংশোধনের মাধ্যমে সেকুলার রাষ্ট্র ভারতের হিন্দুত্ববাদী মোদি সরকার মুসলমানদের সম্পদ দখল করার পায়তারা করছে। ওয়াক্ত সম্পদ মুসলমানদের ধর্মীয় বিষয়। ধর্মীয় রীতি-নীতিতেই এই সম্পদ গুলোর ব্যবহার হবে। এটাই ইসলামী শরিয়ার আইন। ধর্মীয় ব্যক্তিরাই এগুলোর পরিচালনা করবে। অন্য ধর্মের লোকদের এতে হস্তক্ষেপ করার কোন অধিকার নেই।

আজ রোববার (৬ এপ্রিল ) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে ক্রমে পরিষদ বাংলাদেশের সভাপতি ও রাজধানী গুলিস্তান পীর ইয়ামেনি জামে মসজিদের খতিব মুফতি ইমরানুল বারী সিরাজী এসব কথা বলেন।

মুফতি সিরাজী ওয়াকফ আইনের তীব্র নিন্দা ও প্রতিবাদ করে বলেন, ভারতের মন্দির পরিচালনায় হিন্দু ব্যতীত অন্য কোন ধর্মের লোক নেই। তাহলে মসজিদ ও ওয়াকফ সম্পদ পরিচালনায় হিন্দু সম্প্রদায়ের লোক থাকবে কোন কারণে।

তিনি আরো বলেন, মুসলমানদের সম্পদ অন্যায়ভাবে দখল করার জন্যই হিন্দুত্ববাদী মোদি সরকার এই বিল সংসদে পাস করেছে। মুসলমান সংসদ সদস্য ও বিরোধীদলের তীব্র বিরোধিতার মাঝেও মুসলমানদের স্বার্থ জলাঞ্জলি দিয়ে এই বিল পাস করায় মোদি সরকারের ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হবে। মুসলমানরা জেগে উঠলে ভারত খান খান হয়ে যাবে।

এ জাতীয় আরো সংবাদ

শেকড় শুকিয়ে যাচ্ছে আরবদের, সামনে বিপর্যয়

নূর নিউজ

ভারতীয় পণ্য বর্জনের ঘোষণা কি আদৌ কার্যকর হবে?

নূর নিউজ

জাতীয় কবি ও আমাদের দায়িত্ববোধ

নূর নিউজ