মুহাম্মদ (সা:)-এর ব্যঙ্গাত্মক কার্টুন খ্রিস্টানদের জন্যও অপমানজনক :ফ্রেঞ্চ আর্চবিশপ

নবী মুহাম্মদ (সা:)’র ব্যঙ্গাত্মক কার্টুন খ্রিস্টানদের জন্যও অপমানজনক বলে ঘোষণা দিয়েছেন ফ্রান্সের তৌলোসি রবার্ট লি গলের আর্চবিশপ। তিনি বলেছেন, বাকস্বাধীনতার একটা সীমা আছে। নবী মুহাম্মদের (সা:) অবমাননা করে কার্টুনের পক্ষে যখন ফ্রান্স সরকার অবস্থান নিচ্ছেন তখন দেশটির আর্চবিশপ বলেন, মুসলমানদের মত আমাদের জন্যেও এটি সমান অবমাননাকর।

আর্চবিশপ সতর্ক করে বলেন,  এধরনের আক্রমণাত্মক কার্টুনের বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করতে পারে। ফ্রান্সের সঙ্গে মুসলিম বিশ্বের উত্তেজনা বৃদ্ধি করতে পারে। এধরনের কার্টুন প্রকাশ থেকে বিরত থাকার আহবান জানান আর্চবিশপ। ভবিষ্যতে এধরনের কার্টুন যাতে প্রকাশ না হয় সে বিষয়টি নিয়ে ফ্রান্স সরকারকে ভাবতে হবে।

তিনি বলেন,  এটি মুসলমান ও খ্রিস্টান উভয় ধর্ম অনুসারীদের জন্যে অপমানজনক। আমাদের বুঝতে হবে অন্যের ধর্মকে অপমান করার কোনো অধিকার নেই।

সূত্র: -আল-আরাবি.ইউকে, ফ্রান্স ব্লিউ রেডিও, আরাবি টুয়েন্টি ওয়ান

এ জাতীয় আরো সংবাদ

সৌদি আরবে ঈদ বৃহস্পতিবার

আনসারুল হক

পবিত্র নগরী মদিনা মুনাওয়ারাকে করোনা মুক্ত ঘোষণা

আলাউদ্দিন

আফগান সঙ্কটে ডাচ পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

নূর নিউজ