মেক্সিকোতে ফেলে যাওয়া গাড়িতে মিলল ১০ জনের মরদেহ

মেক্সিকোর মধ্যাঞ্চলীয় জাকাতেকাস প্রদেশের গভর্নরের কার্যালয়ের সামনে ফেলে যাওয়া একটি গাড়ি থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং বিবিসি।

সংবাদমাধ্যমগুলো খবরে বলা হয়েছে, মেক্সিকোর জাকাতেকাস প্রদেশের গভর্নরের কার্যালয়ের সামনে অজ্ঞাতরা একটি গাড়ি ফেলে যায়। মাজদা এসইউভি ওই গাড়িটি নিয়ে একপর্যায়ে কর্মকর্তাদের সন্দেহ হলে স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ভোরে সেটিতে তল্লাশি চালানো হয়। পরে গাড়ির ভেতর থেকে ১০টি মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহগুলো উদ্ধারের পর এই প্রদেশটির গভর্নর ডেভিড মনরিয়েল সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। তার ভাষায়, ‘অভিযুক্ত দু’জন এখানে মৃতদেহগুলো রাখতে এসেছিল। এছাড়া নিহতদের দেখে মনে হচ্ছে, তাদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে।’

এদিকে এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। আর স্থানীয় প্রশাসনের এই তদন্তকাজে সহায়তার কথা নিশ্চিত করেছে দেশটির নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয়।

এ জাতীয় আরো সংবাদ

ভারতে মুসলিম নির্যাতনের বিবরণ তুলে ধরল ‘নিউইয়র্ক টাইমস’

নূর নিউজ

যুক্তরাষ্ট্রের ১২ অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়েছে দাবানল

আনসারুল হক

আবারও প্রার্থী হওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প!

নূর নিউজ