মেট্রোরেলের ভাড়া পুনর্বিবেচনা না করলে লস প্রজেক্টে পরিণত হবে : ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির ফলে সাধারণ মানুষ দিশেহারা। মানুষ এমনিতেই জীবিকা নির্বাহে হিমশিম খাচ্ছে। অনেক মানুষ ঢাকা ছেড়ে গ্রামে পাড়ি জমাচ্ছে। সবকিছু বিবেচনা না করে মেট্রোরেলের ভাড়া নির্ধারণ করা হয়েছে, যা সাধারণ মানুষের সাথে একধরনের তামাশার শামিল। তিনি বলেন, মেট্রারেলের ভাড়া এমনভাবে নির্ধারণ করা হয়েছে, যেন জনগণ উঠতে না পারে। ফলে এত বড় প্রজেক্ট লস প্রজেক্টে পরিণত হবে। বেসরকারি বাসভাড়ার চেয়ে যদি মেট্রোরেলের ভাড়া বেশি হয়, তাহলে তাতে কারা চড়বে?

আজ (৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার) এক বিবৃতিতে ইসলামী আন্দোলনের মহাসচিব মেট্রোরেলের ভাড়া নির্ধারণে সরকারের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে বলেন, বেসরকারি বাসের সর্বনিম্ন ভাড়া যেখানে ১০ টাকা, সেখানে রেলের মতো রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার দ্বিগুণ ভাড়া নির্ধারন করে সরকার বাস মালিকদের স্বার্থ রক্ষা করেছে। বাসভাড়া বৃদ্ধির পর এখনও পাবলিক পরিবহনে কন্ট্রাক্টরদের সাথে নিয়মিত যাত্রীদের বচসা হচ্ছে। তিনি মে্েট্রারেল ভাড়া পুন:র্নিধারণ করার দাবি জানিয়ে বলেন, অন্যথায় রাষ্ট্রের এতবড় প্রজেক্ট, অন্যান্য প্রজেক্টের মত লস প্রজেক্টে পরিণত হবে। যা কারো কাম্য নয়।

এ জাতীয় আরো সংবাদ

ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা ঘোষণা ছাত্রদের

নূর নিউজ

মাওলানা আতাউল্লাহ আমীনসহ তিন আলেম রিমান্ডে

আনসারুল হক

ফয়জুল করীমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

নূর নিউজ