মেয়র আইভীকে সাবধান হয়ে যাওয়ার হুশিয়ারি হেফাজত নেতার

হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আব্দুল আউয়াল বলেছেন, মেয়র আইভী আমাদের নিয়ে মাথা ঘামানোর চেষ্টা করো না। আমাদের মান ইজ্জতে হামলা হয়েছে, আমরাও মামলা করব। সাবধান হয়ে যাও।

হেফাজতে ইসলামের স্থানীয় এক নেতার বিরুদ্ধে চুরির মামলা করায় শুক্রবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় নগরীর ডিআইটি কেন্দ্রীয় জামে মসজিদের সামনে নারায়ণগঞ্জ জেলা ওলামা পরিষদের আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গত ১০ ফেব্রুয়ারি মসজিদে নামাজ চলাকালে রাসেল পার্কের ভেতরে একটি অনুষ্ঠানে বিকট শব্দে গান বাজনা হচ্ছিল। নামাজ শেষে মুসল্লিরা গিয়ে সেখানে ভাঙচুর করলে পুলিশ সেখানে যায়। পরদিন বিষয়টি সমাধান হয়ে যায়। সেই ঘটনায় এখন সিটি করপোরেশন মামলা করেছে। এতে হেফাজত নেতা ফেরদৌসুর রহমানকে আসামি করা হয়েছে, অথচ তিনি তখন নারায়ণগঞ্জে ছিলেন না। সুনামগঞ্জে একটা মাহফিলে ছিলেন।

তিনি আরও বলেন, তিনবারের মেয়র হয়ে আইভী তুমি অহংকারী হয়ে গেছো। ডিআইটি মসজিদ তোমার কীসের মাথাব্যথা। এ মসজিদ ভাঙার চেষ্টা হয়েছিল। আমরা প্রতিবাদ করেছিলাম। সে মামলায় আমাকে আসামি করা হয়েছিল। এখানে হাজার হাজার মুসল্লি আসে, এটা আইভীর মাথাব্যথা।

তিনি আরও বলেন, এ দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই থাকে। তুমি সবার মেয়র। তুমি তোমার আকিদা নিয়ে থাকো, আমরা আমাদের আকিদা নিয়ে থাকি। আমাদের মান-ইজ্জতে হামলা হয়েছে, আমরাও মামলা করব।

মহানগর ওলামা পরিষদের সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, আমি এই মামলা নিয়ে ভয় পাই না। রাজনীতিতে মেয়র আইভীর জনপ্রিয়তা শূন্যের কোটায় চলে গেছে। কয়েকজন ঠিকাদার ছাড়া তার আশপাশে কেউ ঘোরে না। এ জন্য তার মাথা খারাপ হয়ে গেছে। কিছুদিন এরে গালি দেয়, কিছুদিন ওরে গালি দেয়, তিনি আসলে আলোচনায় থাকতে চান।

এর আগে, গত ১০ ফেরুয়ারি পার্ক ল্যান্ড রেস্তোরাঁর সামনে এসএসসি-৯৫ ব্যাচ একটি অনুষ্ঠানের আয়োজন করে। রাত সাড়ে আটটার দিকে সেখানে একদল হামলা চালিয়ে ভাঙচুর করে। ঘটনার প্রায় দুই মাস পর গত ৩ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আইন কর্মকর্তা মো. মিজানুর রহমান বাদী হয়ে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় হেফাজতের নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি ফেরদৌসুর রহমানকে প্রধান আসামিসহ শতাধিক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়। মামলার আসামিদের বিরুদ্ধে অনুষ্ঠানের সাউন্ড সিস্টেম পরিচালনাকারীকে মারধরসহ ১০ লাখ টাকার মালপত্র ক্ষতি ও ৩ লাখ টাকার জিনিস চুরির অভিযোগ আনা হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

ভারতকে চট্টগ্রাম ও মংলা বন্দরের ট্রানজিট প্রদান দেশের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করবে

নূর নিউজ

হত্যার অভিযোগে ইনু ও মেননের রিমান্ড মঞ্জুর

নূর নিউজ

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ৫০৯ কোটি ৩৪ লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে দুই কোটি ৭৫ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার। এজন্য সরকারি ক্রয় সংক্রান্ত কমিটিতে এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় সয়াবিন তেল কেনার প্রস্তাবটি অনুমোদন পায়। সভায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সভাপতিত্ব করেন। সভা শেষে সাংবাদিকদের বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান। অতিরিক্ত সচিব জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন টিসিবির জন্য সিটি এডিবল অয়েল লিমিটেডের কাছ থেকে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি লিটারের দাম পড়বে ১৮৪ টাকা ৮৪ পয়সা। এতে মোট ব্যয় হবে ২০৩ কোটি ৩২ লাখ ৪০ হাজার টাকা। তিনি জানান, সুং শিং এডিবল অয়েলের কাছ থেকে ৫৫ লাখ লিটার সয়াবিন তেল কেনা হবে। এক্ষেত্রে প্রতি লিটারের দাম ধরা হয়েছে ১৮৪ টাকা ৫০ পয়সা। এতে মোট ব্যয় হবে ১০১ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা। সাঈদ মাহবুব খান জানান, এছাড়া সুপার ওয়েল রিফাইনারি লিমিটেডের কাছ থেকে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এক্ষেত্রে প্রতি লিটারের দাম পড়বে ১৮৫ টাকা ৯৫ পয়সা। এতে মোট ব্যয় হবে ২০৪ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকা।

নূর নিউজ