‘যতদিন মসজিদ থেকে বিপ্লব বের হবে সিরিয়ার কোনো ভয় নেই’

যতদিন মসজিদ থেকে বিপ্লব বের হবে সিরিয়ার কোনো ভয় নেই বলে মন্তব্য করেছেন দেশটির বিপ্লবোত্তর প্রেসিডেন্ট আহমদ আল শর’আ আল জুলানী।

পতিত স্বৈরাচার বাশার আল আসাদের অনুগত বাহিনীর সাথে সংঘর্ষের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, সিরিয়ায় সম্প্রতি যা হয়েছে তা প্রত্যাশিত চ্যালেঞ্জের অংশ। তবে যতদিন এসব মসজিদ থেকে বিপ্লব বের হবে সিরিয়ার কোনো ভয় নেই।

রবিবার (৯ মার্চ) দামেশকের মসজিদে শাফেয়ীতে ফজরের নামাজ আদায়ের পর মুসল্লী ও জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি একথা বলেন।

এছাড়া তিনি সকলকে শান্ত থাকার, জাতীয় ঐক্য ও শান্তি বজায় রাখার আহবান জানিয়েছেন।

এর পূর্বে সিরিয়ার কিছু অংশে দেখা দেওয়া বাশার বাহিনীর বিদ্রোহ, ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল ও আমেরিকার হামলা ও অপতৎপরতা প্রসঙ্গে তিনি বলেছিলেন, সিরিয়া এগিয়ে গিয়েছে। একে এক পাও পিছিয়ে যেতে দেওয়া হবে না। আমরা সিরিয়ার নাগরিক শান্তির কোনো ক্ষতি হতে দিবো না। যারা সিরিয়ার শান্তি বিনষ্ট করতে চায় তাদের কঠোরভাবে দমন করা হবে ইনশাআল্লাহ।

বিদ্রোহ দমনে অংশ নেওয়া বাহিনীদের উদ্দেশ্যে তিনি নিজ নিজ কমান্ডারদের নির্দেশ কঠোরভাবে মেনে চলার দিক-নির্দেশনা দিয়েছিলেন। বাড়াবাড়ি থেকে মুক্ত থাকার ও দ্রুততম সময়ে এলাকাগুলোকে বিদ্রোহী মুক্ত করার আদেশ দিয়েছিলেন। বলেছিলেন, নীতির উপর অটল ও সৎ থাকাই আমাদেরকে আমাদের শত্রুদের থেকে আলাদা করে তুলে।

এছাড়াও বলেছিলেন, উপকূল, সংঘর্ষের এলাকা ও এতে বসবাসরত লোকজন আমাদের মাতৃভূমির গুরুত্বপূর্ণ অংশ। তাদের রক্ষা করা আমাদের উপর আবশ্যক। সূত্র: আল জাজিরা

এ জাতীয় আরো সংবাদ

অস্ত্রের বড় চালান পাচ্ছে সৌদি আরব

নূর নিউজ

তালেবান নেতৃত্বের সাথে বিশ্বের যুক্ত হওয়া জরুরি

নূর নিউজ

‘সরকার উৎখাত করতে চায় কানাডার বিক্ষোভকারীরা

নূর নিউজ