যুক্তরাষ্ট্রে এক থেরাপি ২৬ কোটি টাকা!

বিটা-থ্যালাসেমিয়া রোগীদের জন্য একটি নতুন জিন থেরাপি অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। বিরল এই রোগের জন্য এই থেরাপি নিতে হলে খরচ করতে হবে ২৮ লাখ ডলার

যুক্তরাষ্ট্রে ওষুধের আকাশছোঁয়া দাম নতুন কিছু নয়। ব্লুমবার্গের রিপোর্ট বলছে, দেশটির নাগরিকরা বছরে ওষুধ কেনার জন্য ১ লাখ ২৪ হাজার ৬৫৮ টাকা খরচ করে। যা বিশ্বের যেকোনো দেশের চেয়ে বেশি।

এবার দেশটির ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) বিটা-থ্যালাসেমিয়া রোগীদের জন্য একটি নতুন জিন থেরাপি অনুমোদন করেছে। বিরল এই রোগের জন্য এই থেরাপি নিতে হলে খরচ করতে হবে ২৮ লাখ ডলার বা ২৬ কোটি ৮৪ লাখ টাকা। দেশটিতে এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা দেহ হাজারেরও বেশি। ওষুধটি কার্যকর হলে সেটি জনসক্ষমতার দিক দিয়ে কতটুকু উপকার করতে পোরবে সেটি ভাবার বিষয়।

রয়টার্স এক প্রতিবেদনে জানায়, বিশ্লেষকরা আশা করেন জিন থেরাপির জন্য এটি নিঃসন্দেহে একটি বড় সাফল্য। কিন্তু উচ্চমূল্যের কারণে সেবাগ্রহীতারা এটি নিতে পারবেন কিনা সে বিষয়ে আলোচনা হতে পারে।

এফডিএ এক বিবৃতিতে জানিয়েছে, যুগান্তকারী এই থেরাপিটি এককালীন চিকিৎসবা হিসেবে কাজ করবে। আক্রান্ত রোগীদের রক্ত সঞ্চালন ঠিক রাখবে। ওই রোগের যে দীর্ঘমেয়াদী চিকিৎসা ব্যয় সেটিকেও কমিয়ে আনবে।

এ জাতীয় আরো সংবাদ

তাইওয়ানে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি, পাল্টা ব্যবস্থা নেবে চীন

নূর নিউজ

জো বাইডেন–ট্রাম্প ছাড়াও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আলোচনায় যারা

নূর নিউজ

এ সপ্তাহেই বরফে ঢেকে যাবে নিউইয়র্ক

নূর নিউজ