যুক্তরাষ্ট্রে ২৪.৭৩ সেকেন্ডে ১০০ মিটার দৌড়াল রোবট, নাম উঠল গিনেসে

২৪ দশমিক ৭৩ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বইয়ে নাম লিখিয়েছে রোবোট ক্যাসি। যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটি (ওএসইউ) রোবটটি তৈরি করেছে।

ওএসইউ এক বিবৃতিতে জানিয়েছে, গত মে মাসে অনুষ্ঠিত এক প্রতিযোগিতায় যান্ত্রিক ক্রীড়াবিদ ক্যাসি দ্রুততম ১০০ মিটার দৌড়ের রেকর্ডটি করেছে। ওএসইউয়ের হোয়াইট ট্র্যাক অ্যান্ড ফিল্ড সেন্টারে দৌড়েছে ক্যাসি। সে একটি অবস্থান থেকে দৌড় শুরু করে আবার সেই অবস্থানে ফিরে আসে।

মজার ব্যাপার হলো, রোবটটি সম্পূর্ণ অন্ধ। তার শরীরে কোনো ক্যামেরা বা সেন্সর লাগানো নেই। বিবৃতিতে বলা হয়েছে, ‘রোবটটির হাঁটু আছে এবং তা উটপাখির মতো বাঁকানো যায়।’ ওএসইউয়ের রোবোটিক্সের অধ্যাপক জোনাথন হার্স্টের নির্দেশনায় রোবটটি তৈরি করা হয়েছে।

ক্যাসি এর আগে ২০২১ সালে মাত্র ৫৩ মিনিটে ৫ কিলোমিটার দৌড়েছিল বলেও জানানো হয়।

বিশ্ব রেকর্ড গড়ার উদ্যোগে নেতৃত্ব দেওয়া স্নাতকের ছাত্র ডেভিন ক্রাউলি বলেছেন, ‘আমরা বেশ কয়েক বছর ধরে এই বিশ্ব রেকর্ড অর্জনের জন্য চেষ্টা করে যাচ্ছি। ৫ কিলোমিটার দৌড়ানো রোবটটি সিড়ি বেয়ে ওপরে উঠতে এবং নিচে নামতে পারে।’

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের তথ্য অনুসারে, রেকর্ড করার জন্য রোবটটিকে দাঁড়িয়ে থাকা অবস্থা থেকে শুরু করতে হয়েছিল। এবং শেষ সীমানা অতিক্রম করার পর আবার সেই অবস্থায় ফিরে আসতে হয়। শুধুমাত্র ১০০ মিটার দৌড়ানোর জন্য রেকর্ডটি হয়নি।

তারা আরও বলেছে, রোবটের চলাচল এবং বাস্তব-বিশ্বের সাথে সক্ষমতা অর্জনে এই রেকর্ড একটি মাইলফলক।

এ জাতীয় আরো সংবাদ

ট্রাম্পের হোয়াইট হাউজে ফেরা হবে ভয়ংকর: কমলা হ্যারিস

নূর নিউজ

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন; ভিসা-গ্রিনকার্ড সহজের প্রতিশ্রুতি বাইডেনের

আনসারুল হক

যুক্তরাষ্ট্রের ইলিনয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

নূর নিউজ