‘যে কোনো সময় পুতিনের সঙ্গে আলোচনায় রাজি জেলেনস্কি’

ইউক্রেনের রুশ হামলার ১৬তম দিন চলছে। এমতাবস্থায় যুদ্ধ থামাতে যে কোনো সময় ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসতে রাজি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বিষয়টি নিশ্চিত করেছেন জেলেনস্কির ডেপুটি ইগর জোভকভা।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের উপপ্রধান এ কথা জানান।

জোভকভা বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে যে কোনো সময় সরাসরি আলোচনায় রাজি আছেন। তবে আলোচনায় রাশিয়ার এখন যে অবস্থান তা নিয়ে তিনি কোনো আপস করবেন না।

এর আগে বৃহস্পতিবার তুরস্কে বৈঠক হয় দুদেশের পররাষ্ট্রমন্ত্রীদের। এই আলোচনা ফলপ্রসূ হয়নি। ইউক্রেন এই আলোচনা নিয়ে আশাব্যঞ্জক কোনো কথা বলেনি।

ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের উপপ্রধান জোভকভা বলেন, এটি খুবই ভালো খবর যে তারা বৈঠক করেছেন। কিন্তু দুঃখের সঙ্গে বলতে চাই, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সে ব্যক্তি নন যিনি সিদ্ধান্ত নিতে পারেন। যুদ্ধ বন্ধ, যুদ্ধবিরতি কার্যকর ও সেনা প্রত্যাহার একজনের ওপর নির্ভর করছে।

‘যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট কূটনৈতিক সমাধানে বিশ্বাসী কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট বা তার সহযোগীদের কাছ থেকে এমন কিছু শোনা যায়নি’, যোগ করেন জেলেনস্কির ডেপুটি।

জোভকভা বলেন, আমার দেশ, ইউক্রেনের নাগরিকরা ইউরোপীয় পরিবারের সদস্য হওয়ার দাবি রাখে। ইউক্রেন পুরো ইউরোপের নিরাপত্তার জন্য লড়ছে।

এ জাতীয় আরো সংবাদ

ইউক্রেনে আটকেপড়া তুর্কিদের সমুদ্রপথে উদ্ধারের পরিকল্পনা

নূর নিউজ

ওমরাহ ভিসার মেয়াদ মেনে চলার ওপর জোর দিয়েছে সৌদি

নূর নিউজ

পাকিস্তানে এবারো একদিন আগেই শুরু হচ্ছে রোজা?

নূর নিউজ