আজ রাজধানীর কোন রাস্তায় কোন দলের কর্মসূচি?

রাজধানীর দুই অংশে আজ শুক্রবার (১১ আগস্ট) গণমিছিল করবে বিএনপি। এর মধ্যে উত্তর বাড্ডার সুবাস্তু টাওয়ারের সামনে থেকে একটি গণমিছিল শুরু হয়ে শেষ হবে মালিবাগের আবুল হোটেলে। অপরদিকে মুগদার কমলাপুর স্টেডিয়াম থেকে আরেকটি গণমিছিল শুরু হয়ে শেষ হবে মালিবাগ রেলগেটে।

বিএনপি জানিয়েছে, উত্তর বাড্ডা থেকে শুরু হওয়া গণমিছিলে নেতৃত্ব দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কমলাপুরের গণমিছিলে নেতৃত্ব দেবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

এছাড়া দুটি মিছিলেই বিএনপি ও এর অঙ্গসংগঠনের কেন্দ্রীয়, মহানগরসহ বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেবেন বলে জানিয়েছে দলটি।

এদিকে বিএনপির পাশাপাশি গণতন্ত্র মঞ্চ, ১২-দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণফোরাম, গণ অধিকার পরিষদ, এলডিপিসহ আরও কিছু দলও আজ পৃথক মিছিল ও সমাবেশের কর্মসূচি দিয়েছে।

কোন দলের কর্মসূচি কোথায়

বিএনপির পাশাপাশি শুক্রবার বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও মিছিল করবে ছয় দলের জোট গণতন্ত্র মঞ্চ। এই কর্মসূচিতে আ স ম আবদুর রব, মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জোনায়েদ সাকিসহ সব শরিক দলের শীর্ষ নেতারা অংশ নেবেন। একই সময়ে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ সেখানে সমাবেশ করবে।

বিকেল ৪টায় বিজয়নগর পানির ট্যাংকের সামনে থেকে শান্তিনগর মোড় পর্যন্ত গণমিছিল করবে ১২ দলীয় জোট। বেলা ৩টায় এফডিসি-সংলগ্ন এলডিপির কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।

অন্যদিকে বেলা ৩টায় পুরানা পল্টনে গণ অধিকার পরিষদ (নুরুল হক), একই সময়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গণ অধিকার পরিষদ (রেজা কিবরিয়া) গণমিছিল করবে। বিকেল ৪টায় গণফোরাম ও পিপলস পার্টি যৌথভাবে আরামবাগ গণফোরামের অফিসের সামনে মিছিল ও সমাবেশ করবে।

এদিন সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ লেবার পার্টি জাতীয় প্রেসক্লাবের সামনে এবং সন্ধ্যা ৭টায় মালিবাগ মোড়ে মিছিল করবে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)।

এ জাতীয় আরো সংবাদ

১৬ ডিসেম্বরের মধ্যে স্বীকৃতি বঞ্চিত মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি ও ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে

নূর নিউজ

মুসলিম হত্যাকাণ্ডে ক্ষুব্ধ ফরিদপুরের আলেম সমাজ

নূর নিউজ

গাজায় যুদ্ধবিরতির আহ্বান প্রধানমন্ত্রীর

নূর নিউজ