রাষ্ট্রীয় সম্মাননা পেলেন মাওলানা হানিফ জলন্ধরি

ধর্মীয় স্কলার ক্যাটাগরিতে পাকিস্তানের বেসামরিক সম্মাননা পেলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের মহাসচিব, মুলতান জামিয়া খায়রুল মাদারিসের প্রিন্সিপাল, শিক্ষাবিদ আলেম মাওলানা মুহাম্মদ হানিফ জলন্ধরি।

২৩ মার্চ (বৃহস্পতিবার) পাকিস্তান দিবসে দেশটির রাষ্ট্রপতি ড. আরিফ আলভি তাকে এই সম্মাননা প্রদান করেন। এ সময় দেশি-বিদেশি আরো ১৩৪ জনকে নিজ নিজ ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব এবং বীরত্বের স্বীকৃতিস্বরূপ বেসামরিক সম্মাননা প্রদান করা হয়।

ইসলামাবাদের আইওয়ান-ই-সদরে আয়োজিত এই অনুষ্ঠানে দেশটির মন্ত্রিসভার সদস্য, কূটনীতিক এবং সম্মাননাপ্রাপ্তদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগেও মাওলানা মুহাম্মদ হানিফ জলন্ধরি ২০১৩ -২০১৪ সালে বিশ্বের সবচেয়ে বেশি হাফেজ তৈরি করার জন্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর কুরআন মেমোরাইজেশন (মুসলিম ওয়ার্ল্ড লীগের সহযোগী প্রতিষ্ঠান) থেকে পুরস্কৃত হোন।

১৯৯৮ সালের ২ মার্চ মাত্র ৩৭ বছর বয়সে মাওলানা জালান্ধরি বেফাকের মহাসচিব নির্বাচিত হোন। টানা ২৫ বছর ধরে তিনি এই দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বেই পাকিস্তান বেফাক ২০১০ সালে সরকারি বোর্ড হিসেবে স্বীকৃতি পায়। পাকিস্তান বেফাকের উন্নতি-অগ্রগতির পেছনে মূল কারিগর হিসেবে তাকে গণ্য করা হয়। এছাড়া তিনি মাত্র ২০ বছর বয়সে ১৯৮১ সালে মুলতান জামিয়া খায়রুল মাদারিসের প্রিন্সিপাল নির্বাচিত হন।

এ জাতীয় আরো সংবাদ

মালদ্বীপের প্রেসিডেন্ট হলেন ভারত বিরোধী হিসেবে পরিচিত মোহাম্মদ মুইজ্জো

নূর নিউজ

নির্বাচন বর্জনের ঘোষণা দিলো ইমরান খানের দল

নূর নিউজ

গুঁড়িয়ে দেওয়া হলো ট্রাম্প প্লাজা

আলাউদ্দিন