লালবাগ মাদরাসার উস্তাদ মাওলানা ইসহাক হাবীব ইন্তেকাল করেছেন

লালবাগ মাদরাসার স্বনামধন্য উস্তাদ মাওলানা ইসহাক হাবীব ইন্তেকাল করেছেন। আজ (২৬ আগস্ট) শনিবার রাত আনুমানিক সাড়ে ৩টায় লালবাগস্থ নিজ বাসায় ই’ন্তে’কা’ল করেন তিনি। (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রজিউন)

তরুণ এ আলেম ক্যা’ন্সা’রে আক্রান্ত ছিলেন। তিনি ছিলেন অমায়িক বিনয়ী এবং ইলমে দীনের একজন নিরব সাধক। আরবী ভাষা ও হস্তলিপিতে দক্ষ ছিলেন। তাঁর আরেকটি পরিচয়, তিনি লালবাগ মাদরাসার সাবেক সদর (প্রধান) ও প্রবীণ মুহাদ্দিস মাওলানা হাবিবুর রহমান হাজী সাহেব হুজুর রহ. ৩য় ছেলে।

লালবাগ মাদরাসার দায়িত্বশীল মাওলানা রাতুল আল হাসান জানান, আজ বাদ জোহর লালবাগ শাহী মসজিদে জানাজা নামায অনুষ্ঠিত হবে। মহান আল্লাহ মরহুমকে জান্নাতে আ’লা মাকাম দান করুন।

এ জাতীয় আরো সংবাদ

কাতার বিশ্ববিদ্যালয়ে স্বর্ণপদক পেলেন বাংলাদেশি কৃতি শিক্ষার্থী মুহাম্মদ আবু তালেব

আনসারুল হক

শেষ হলো দাওরায়ে হাদিসের কেন্দ্রীয় পরীক্ষা

আনসারুল হক

বিশ্ব শিক্ষক দিবস আজ

নূর নিউজ