শহীদদের স্বরণে মসজিদগুলোতে দোয়া করার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন

মহান শহীদ দবিস ও আর্ন্তজাতকি মাতৃভাষা দবিস ২০২২ উপলক্ষ্যে আগামীকাল দেশের সকল মসজিদে বিশেষে দোয়া ও মোনাজাতরে আহবান জানিয়েছে ইসলামকি ফাউন্ডশেন।

আজ সন্ধ্যায় নূর নিউজে পাঠানো ইসলামিক ফাউন্ডেশনের গণসংযোগ বিভাগের সহকারী পরিচালক শায়লা শারমিন স্বাক্ষতির এক বিবৃতিতে ফাউন্ডেশনের পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়েছে।

এছাড়া ইসলামকি ফাউন্ডশেনরে উদ্যোগে আগামীকাল (২১ ফব্রেুয়ারি) সোমবার সকাল ১১.০০ টায় বায়তুল মোকাররম জাতীয় মসজদিে শহীদগণের রূহের মাগফরিাত কামনা করে পবত্রি কুরআন খতম, আলোচনা ও দোয়া মাহফলি অনুষ্ঠতি হবে।

বিবৃতিতে আরও জানানো হয়, এ উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের সকল বভিাগীয় ও জেলা র্কাযালয়ে, ৫০ টি ইসলামকি মিশন ও ৭টি ইমাম প্রশিক্ষণ একাডেমি ও সকল অফসে জাতীয় পতাকা র্অধনমিত রাখা হবে।

মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে শহীদগণেল রূহের মাগফিরাত কামনা করে সারা দেশের সকল মসজিদে বিশেষ দোয়া ও মুনাজাতের ব্যবস্থা করার জন্য সকল মসজিদের সম্মানিত খতিব, ইমাম ও মসজিদ কমটিসিহ সকলকে বশিষেভাবে অনুরোধ করা হলো।

 

এ জাতীয় আরো সংবাদ

পদ্মাসেতু জনমানুষের দুআর প্রতিফলন : আল্লামা মাসঊদ

নূর নিউজ

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ৪ কোটি শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত: ইউনিসেফ

নূর নিউজ

গ্রামীণ ফোন সিমে নিষেধাজ্ঞা

নূর নিউজ