শাহবাজ শরিফকে যা বললেন সৌদি যুবরাজ

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে শনিবার ফোনে কথা বলেছেন। এ সময় সৌদি যুবরাজ পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার জন্য শাহবাজ শরিফকে উষ্ণ অভিনন্দন জানান। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আলাপকালে শাহবাজ শরিফ দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও আরও জোরদার করতে সৌদি আরবের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বলে পাকিস্তানের পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে জানিয়েছে।

ওই বিবৃতিতে বলা হয়েছে, উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ কথোপকথনে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ রাজা সালমান বিন আবদুল আজিজ এবং ক্রাউন প্রিন্স সালমানকে তাদের দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে সৌদি আরবের উল্লেখযোগ্য অগ্রগতি এবং উন্নয়ন অর্জনের জন্য গভীর শ্রদ্ধা জানিয়েছেন।

এ সময় শাহবাজ শরিফ সৌদি আরবের ঐতিহাসিক ও অব্যাহত সমর্থন এবং সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

এছাড়া তারা বাণিজ্য, বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টির সুযোগসহ সব ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সমৃদ্ধ ও বৈচিত্র্যময় করতে একসঙ্গে কাজ করতে সম্মত হন।

এ জাতীয় আরো সংবাদ

দেওলিয়ার পথে পাকিস্তান, আছে মাত্র ১৮ দিনের আমদানি ব্যয়

নূর নিউজ

উইঘুর মুসলিমদের বিরুদ্ধে চীনা কার্যক্রমকে গণহত্যার স্বীকৃতি দিল কানাডা

আলাউদ্দিন

উড়ন্ত বিমানে আগুন, বিস্ময়করভাবে বেঁচে গেলেন ২৩১ যাত্রী

আলাউদ্দিন