ইউসুফ কারাজাভির ইন্তেকালে আল নূর কালচারাল সেন্টারের শোক

বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার, গবেষক আলেম, শায়খ ড. ইউসুফ আল-কারাজাভি-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন আল নূর কালচারাল সেন্টার কাতার-এর মহাপরিচালক প্রকৌশলী শোয়াইব কাসেম ও নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ নূর। আজ এক শোকবার্তায় তারা বলেন, শায়খ ড. ইউসুফ আল কারজাভি রহ. মিসরীয় বংশোদ্ভূত একজন আর্ন্তজাতিক প্রভাবশালী গবেষক আলেম ছিলেন। এই দার্শনিক মনিষী তিন দশক আগে মাতৃভূমি ত্যাগ করে কাতারে স্থায়ী হন। সমসাময়িক বিষয়ে ইসলাম ও মুসলমানদের দিকনির্দেশনামূলক মতামত প্রদানের জন্য তিনি বিশ্বব্যাপী মুসলিম উম্মাহর কাছে সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসার পাত্র ছিলেন। আধুনিক নানা জটিল মাসআলঅর সাবলীল ও সমাধানমূলক শতাধিক গবেষণা-গ্রন্থের রচয়িতা তিনি। তাঁর রচিত গ্রন্থগুলো পৃথিবীর বিভিন্ন ভাষায় অনূদিত হয়ে জ্ঞানী, গবেষক, বোদ্ধামহল ও সাধারণ মানুষের কাছে সেগুলো ব্যাপক পাঠকপ্রিয়তা লাভ করে। প্রখ্যাত এই মনিষী জীবনের শেষ প্রান্তেও জ্ঞান-গরিমা, গবেষণা ও তথ্য এবং তত্ত্বের এই দেদীপ্যমান বাতিঘর স্বমহিমায় উজ্জ্বল ছিলেন।

শোক বার্তায় আলনূর নেতৃদ্বয় আরও বলেন, শায়খ ড. ইউসুফ আল-কারাজাভি-এর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি। একই সঙ্গে মরহুমের পরিবার, আত্মীয়, বন্ধু-বান্ধব, ছাত্র, ভক্ত-অনুরক্তদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। মহান রব্বুল আলামিন মরহুম শায়খ ড. ইউসুফ আল-কারাজাভিকে জান্নাতে সর্বোচ্চ মাকাম দান করুন। আমীন।

এ জাতীয় আরো সংবাদ

করোনা: রমজানে মসজিদে নববীতে শিশুদের প্রবেশ করতে দেওয়া হবে না

আলাউদ্দিন

শেকড় শুকিয়ে যাচ্ছে আরবদের, সামনে বিপর্যয়

নূর নিউজ

প্রবাসী বাংলাদেশিদের সম্মানে কাতার সরকারের ইফতার মাহফিল

Sufian Farabee