শীঘ্রই বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের কাউন্সিল

ইসলামী ভাবধারার তরুণ লেখকদের জাতীয় সংগঠন ‘বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের’ কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ আগস্ট) বাদ মাগরিব পল্টনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনের পঞ্চম কাউন্সিলের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। করোনা পরিস্থিতি আরেকটু স্বাভাবিক হওয়ার পর সুবিধাজনক সময়ে এই কাউন্সিল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বরাবরের মতো প্রকাশ হবে বর্ণাঢ্য স্মারক।

বৈঠকে জানানো হয়, লেখক ফোরাম প্রণীত ভাষা ও বানানরীতির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। চলছে শেষ পর্যায়ের নিরীক্ষা। ফোরামের কাউন্সিল উপলক্ষে এটি বই আকারে প্রকাশ হবে। এছাড়া ফোরামের গঠনতন্ত্রে কিছু সংশোধনীসহ সংগঠনের উন্নতি-অগ্রগতির ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

বৈঠক শেষে হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী, বিশিষ্ট নজরুল গবেষক কবি মহিউদ্দিন আকবরসহ সদ্য চলে যাওয়া বিশিষ্ট আলেম-উলামা ও লেখকদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

No description available.

সংগঠনের সভাপতি জহির উদ্দিন বাবরের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক মুনীরুল ইসলাম, সহসভাপতি রায়হান মুহাম্মদ ইবরাহীম, সহসাধারণ সম্পাদক আতাউর রহমান খসরু, সাংগঠনিক সম্পাদক আমিন ইকবাল, সহসাংগঠনিক সম্পাদক আবুল কালাম আনছারী, মোহাম্মদ তাসনীম, প্রশিক্ষণ সম্পাদক শামসুদ্দীন সাদী, অর্থ সম্পাদক এমদাদুল হক তাসনিম, সাহিত্য সম্পাদক সায়ীদ উসমান, আইন ও সমাজ কল্যাণ সম্পাদক নকীব মাহমুদ, আন্তর্জাতিক সম্পাদক সাদ আবদুল্লাহ মামুন, প্রকাশনা সম্পাদক রেজা হাসান, প্রচার ও দফতর সম্পাদক ওমর ফারুক মজুমদার, সদস্য জিয়াউল আশরাফ, মিযানুর রহমান জামীল, হাসান আল মাহমুদ, হাবীবুল্লাহ সিরাজ, উবায়দুল হক খান, তানজিল আমির, মঈনুদ্দীন খান তানভীর প্রমুখ।

প্রসঙ্গত, বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের আনুষ্ঠানিক যাত্রা ২০১৩ সালের ৮ ফেব্রুয়ারি। প্রতি দুই বছর পরপর ইসলামী ভাবধারার তরুণ লেখকদের এই সংগঠনটির নেতৃত্ব নির্বাচিত হয় কাউন্সিলের মাধ্যমে। ফোরামের তিন শতাধিক সদস্য গোপন ব্যালটের মাধ্যমে প্রধান পদগুলোর নেতৃত্ব বাছাই করেন। ২০১৯ সালের ১২ জুলাই সংগঠনের চতুর্থ কাউন্সিল অনুষ্ঠিত হয়। করোনা পরিস্থিতির কারণে পঞ্চম কাউন্সিল কিছুটা দেরিতে অনুষ্ঠিত হচ্ছে।

এ জাতীয় আরো সংবাদ

হজের বিষয়ে আর্থিক লেনদেন না করতে সরকারের অনুরোধ

আনসারুল হক

প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে যে আমলগুলো করবেন

নূর নিউজ

জান্নাতিরা যেভাবে পরস্পরের সঙ্গে সাক্ষাৎ করবেন

নূর নিউজ