‘শোকার্ত ২০২০, যেসব আলেমদের হারাল বাংলাদেশ’ বইয়ের মোড়ক উম্মোচন ১২ জানুয়ারী

সুফিয়ান ফরাবী
নূর নিউজ প্রতিবেদক

২০২০ সালে মৃত্যুবরণকারী বাংলাদেশের বিখ্যাত ৪২ জন আলেমের জীবনকে মলাটবন্দি করে পাঠকের সামনে এনেছে নূর নিউজ টুয়েন্টিফোর ডটকম। শোকের বছর বলে খ্যাত ২০২০ সালের শুরু থেকে শেষ অব্দি যেসব শীর্ষ ওলামায়ে কেরাম মৃত্যুবরণ করেছেন তাদের জীবনের নানা দিক নিয়ে এই বইয়ে আলোচনা করা হয়েছে।

১২০ পৃষ্ঠার এই সাময়িকীটি সম্পাদনা করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী আলেম, নিউ ইয়র্কের আল-নূর কালচারাল সেন্টারের পরিচালক মুফতি মুহাম্মাদ ইসমাইল। বইটি সম্পর্কে তিনি বলেন, বাংলাদেশের ধর্মীয় অঙ্গনে অসামান্য অবদান রাখা যুগ শ্রেষ্ঠ আলেমদের মধ্যে যারা ২০২০ সালে মৃত্যুবরণ করেছেন তাদের জীবনী ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমরা ২০২০ সালকে শোকের বছর বলে গণ্য করি। সেই বছর আমাদের বাংলাদেশের আকাশ থেকে বিদায় নিতে থাকে একের পর এক তারকাতুল্য আলেম। যাদের হারিয়ে আমরা অনেকটাই অভিভাবকহীন। তাদের জীবনী তুলে ধরার সামান্য প্রচেষ্টা চালিয়েছে মাত্র। যদিও তাদের সম্মানার্থে এই প্রচেষ্টা অত্যন্ত গৌণ তবুও আমাদের অবস্থান থেকে আলেমদের জীবনী তুলে ধরাই আমাদের উদ্দেশ্য।

সাময়িকীর প্রকাশক ও নূর নিউজ টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক মুফতি আনসারুল হক ইমরান বলেন, আমরা নুর নিউজের পক্ষ থেকে আলেমদের জীবনী নির্ভর এই বইটি প্রকাশ করতে পেরে অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমাদের এই প্রচেষ্টা আগামীর প্রজন্মের সামনে বাংলাদেশের আলেমদের জীবনী তুলে ধরার নিমিত্তে। আশাকরি আগামী প্রজন্ম এর থেকে কিছুটা হলেও উপকৃত হবে। এবং তারাও এ ধরনের কাজ করার উৎসাহ পাবে।

উল্লেখ্য, আগামী ১২ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর পল্টনস্থ ভোজন রেস্তোরাঁয় দেশের বরেণ্য আলেম, ইসলামী চিন্তাবিদ, গবেষক, লেখক ও সাংবাদিকদের উপস্থিতিতে সাময়িকীর মোড়ক উম্মোচন করা হবে। এর পাশাপাশি আলেমদের স্মৃতিচারণমূলক একটি আলোচনা সভাও অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরো সংবাদ

খুলনার প্রবীণ আলেম মাওলানা রফিকুর রহমানের ইন্তেকাল

নূর নিউজ

শাপলা চত্বরে হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা ও অপরাধীদের বিচারে ৫ দাবি

আনসারুল হক

২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা

আনসারুল হক