সপ্তাহব্যাপী কর্মসূচি নিয়ে মাঠে নামছে ১৪ দল

 

সাত দিনের কর্মসূচি নিয়ে ১৪ দল মাঠে নামছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। সোমবার (৩১ জুলাই) ইস্কাটনে নিজ বাস ভবনে ১৪ দলের বৈঠক শেষে এ কথা বলেন আমির হোসেন আমু।

আমু বলেন, ‘আগামী ২ তারিখ থেকে আমরা (১৪ দল) মাঠে নামবো। সাত দিনের কর্মসূচি আছে আমাদের। অনুমোদন সাপেক্ষে সপ্তাহব্যাপী এই কর্মসূচি চলবে।’

তিনি বলেন, ‘আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি-বিএনপি সংবিধান পরিবর্তনের কথা বলছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যে শর্ত দিক, আমরা মানব। কিন্তু সাংবিধানিক ধারা ব্যাহত করে সংবিধান পরিবর্তন করতে চাইলে সুযোগ দেব না।

আমু বলেন, তারা আলোচনায় বিশ্বাসই করে না। সরকার উৎখাতের কথা বলে। তাদের সঙ্গে কিসের সংলাপ? যারা রাজনৈতিক ধারা, সংবিধানের ধারায় বিশ্বাস করে না তাদের সঙ্গে কি কারণে বসব? সাংবিধানিক ধারা মোতাবেক দেশ যেভাবে পরিচালিত হচ্ছে, সেইভাবে পরিচালনার জন্য প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরো সংবাদ

আল্লামা নূর হোসাইন কাসেমী আর নেই

আনসারুল হক

লকডাউন বাড়ানোর সুপারিশ স্বাস্থ্য অধিদফতরের

আনসারুল হক

‘প্রগতিশীল ইসলামী জোট’ নামে ১৫ দলীয় জোটের আত্মপ্রকাশ

নূর নিউজ