সব রেকর্ড ভেঙে একদিনে ২১২ মৃত্যু, শনাক্ত ১১,৩২৪

নূর নিউজ: দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২১২ জনের মৃত্যু হয়েছে। এ যাবতকালের মধ্যে এটিই একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এসময় শনাক্ত হয়েছে ১১ হাজার ৩২৪ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা ১০ লাখ ৫৪৩। শনাক্তের হার ৩০ দশমিক ৯৫ শতাংশ।

শুক্রবার (৯ জুলাই) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় মোট ৩৬ হাজার ৫৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ৩০ দশমিক ৯৫ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ লাখ ৬২ হাজার ৩৮৪ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬ হাজার ৩৮ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৭৯ জনের মৃত্যু হয়েছে খুলনা বিভাগে। ঢাকা বিভাগে মৃত্যু হয়েছে ৫৩ জনের। চট্টগ্রামে মারা গেছেন ২৬ জন এবং রাজশাহীতে ২৩ জন। বাকিরা অন্যান্য বিভাগের।

এ জাতীয় আরো সংবাদ

হেফাজত কোনো মুচলেকা দেয়নি; উদ্দেশ্যমূলকভাবে প্রোপাগান্ডা ছড়ানো বন্ধ করুন

নূর নিউজ

উত্তরায় প্রাইভেটকারে গার্ডার: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

নূর নিউজ

লঘুচাপের প্রভাবে অব্যাহত থাকবে বৃষ্টি

নূর নিউজ