সমাজের সবচেয়ে সম্মানের স্থানে আলেমরা রয়েছেন বলে মন্তব্য করেছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন। সিংড়া উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম এবং আলেম-ওলামাদের সাথে বিশেষ মতবিনিময় সভায় যোগ দেন তিনি। সেই অনুষ্ঠানের ছবি নিজের ফেসবুক পেইজে পোস্ট করে লিখেছেন নিজে আলেম হতে পারিনি তবে আলেমদের কথা শোনা ও আলেম দের সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করি। নুর নিউজের পাঠকদের জন্য প্রতিমন্ত্রীর ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো।
‘আমাদের সমাজে সবচেয়ে সম্মানের ও উঁচু স্থানে আলেমদের অবস্থান এবং সাধারণ মানুষের কাছে আপনাদের গ্রহণযোগ্যতাও বেশি। আমাদের ধর্মেও একই কথা বলা আছে। কিন্তু আমি আলেম হতে পারেনি, তবে আলেমদের কথা শুনা ও আলেমদের সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা ও ইচ্ছা আছে আমার মনে এবং আমি সেটা করে যাওয়ার চেষ্টা করি।
আপনারা অবগত আছেন আমাদের সমাজে অনেক অসাধু ও অপপ্রচারকারী আছে, তারা বিভিন্ন ধরনের ভুল তথ্য দিয়ে মানুষের মনে ও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা করছে। আমরা সবাই জানি বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সমাজে শান্তি, সম্প্রীতি ও ইসলামিক সংস্কৃতি প্রতিষ্ঠা করার জন্য প্রতিটা উপজেলায় মডেল মসজিদ প্রতিষ্ঠা করেছেন, মাদ্রাসা শিক্ষাকে স্বীকৃতি দিয়েছেন, অনেক ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে দিয়েছেন। এই সত্য কথাগুলো আমাদের বলতে হবে এবং মিথ্যাবাদী ও অপপ্রচারকারীদের প্রতিহত করতে হবে।
আমি একজন মানুষ, আমার অনেক ভুলত্রুটি আছে। আপনারা যারা আলেম ও বিজ্ঞজন আছেন, তাঁদের কাছে আমার অনুরোধ- আপনারা সমাজের সঠিক চিত্রটা তুলে ধরবেন, উন্নয়ন-সুশাসনের কথা তুলে ধরবেন এবং আমাকে পরামর্শ দিয়ে সহযোগীতা করবেন। আমি যেন আলেম সমাজ, মানুষ ও ইসলামের খাদেম হয়ে মরতে পারি আপনারা আমার জন্য দোয়া করবেন।
– পলক’