সমাবেশের জন্য আপন বোনের বিয়েতে থাকতে পারেননি ঢাবি ছাত্রলীগ সভাপতি, দেখা হলো রাস্তায়

শুক্রবার রাজধানী বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশের আয়োজন করে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। এ সমাবেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা দূর-দূরান্ত থেকে জমায়েত হন।

এ সমাবেশের জন্য আপন বোনোর বিয়ের অনুষ্ঠানে থাকতে পারেননি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন। কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে শয়ন যখন রওনা হন, তখন একই পথে বরযাত্রীসহ বোন শ্বশুরবাড়ির দিকে যাত্রা করেছেন। শেষে রাস্তায় দেখা হয় ভাই-বোনের। শয়নের বাড়ি কুমিল্লায়।

পথিমধ্যে ভাই-বোনের সাক্ষাতের আবেগঘন মুহূর্তটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কামাল উদ্দীন। এতে বিষয়টি আলোচনায় আসে।

কামাল উদ্দিন পোস্টে লিখেছেন, ‘শয়নের ছোট বোনের বিয়ে ছিল আজ (শুক্রবার)। আজ আমারও বোনের বিয়ে ছিল। আমি বোনকে বাড়িতে উপস্থিত থেকে বিদায় জানাতে পারলেও শয়ন পারেনি। তাই দলীয় কর্মসূচি শেষেই আদরের বোনকে এক পলক দেখতে ছুটে যাওয়া এবং পথিমধ্যে দেখা হওয়া। হৃদয় ছুঁয়ে গেল!’

এ জাতীয় আরো সংবাদ

নতুন দল নিয়ে ‘রাজনীতিতে’ শিক্ষার্থীরা, সিদ্ধান্ত এক মাসের মধ্যেই

নূর নিউজ

বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে: বিদায়ী প্রধান বিচারপতির

নূর নিউজ

মুফতি মুহাম্মদ ওয়াক্কাসের জানাজায় মুসল্লিদের ঢল

আলাউদ্দিন