সারাদেশে প্রায় ৪০ শতাংশ ভোট পড়েছে : সিইসি

সারাদেশে প্রায় ৪০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তবে এটা কিছুটা কম-বেশি হতে পারে।

ভোটগ্রহণ শেষে আজ রবিবার সন্ধ্যায় নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

সিইসি বলেন, ‘সারাদেশে প্রায় ৪০ শতাংশ ভোট পড়েছে। এখন পর্যন্ত এটাই নির্ভরযোগ্য তথ্য। পরে সব তথ্য যোগ হলে এই তথ্য বাড়তে বা কমতে পারে।’
একই সঙ্গে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‌‘নির্বাচনে ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।’

এর আগে, আজ সকাল ৮টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় এবং চলে বিকাল ৪টা পর্যন্ত।

এ জাতীয় আরো সংবাদ

করোনা ভ্যাকসিন বিএনপিকে আগে দিতে চান তথ্যমন্ত্রী

আলাউদ্দিন

তৃতীয় টার্মিনাল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নূর নিউজ

জুলাই-আগস্টের গণহত্যার প্রতিবেদন ডিসেম্বরে

নূর নিউজ