সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশের ত্রাণ বিতরণ

সিলেট প্রতিনিধি: সিলেটের কানাইঘাট , বিয়ানীবাজার ও জকিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে বন্যা কবলিত ৩০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশ। গতকাল (২৫ মে) সংগঠনের সভাপতি আবুল হাসিম শাহীর নেতৃত্বে একটি স্বেচ্ছাসেবক এই ত্রাণ বিতরণে অংশ নেন।

সিলেটে ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশের ত্রাণ বিতরণ

ত্রাণ বিতরণকালে ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আবুল হাসিম শাহী বলেন, ,হযরত শাহ জালাল রহ.-এর পুণ্যভূমি সিলেট প্রচুর বৃষ্টি ও পাহাড়ী ঢলের ভয়াবহ বন্যায় প্লাবিত। লক্ষাধিক মানুষ পানিবন্দী। অনেক গৃহহীন অসহায় পরিবার আশ্রয় কেন্দ্রে বহু মানবেতর জীবনযাপন করছে। এই পরিস্থিতিতে আমরা বসে থাকতে পারি না। আমরা সাধ্যমতো বন্যার্তদের পাশে দাঁড়িয়েছি। ইসলাম আমাদের এই শিক্ষাই দেয়। তিনি সরকার ও দেশের বিত্তবানদের সিলেটে বন্যাদূর্গত পূণর্বাসন ও মানবিক সহায়তা প্রদানের জোর আহবান জানান।

ত্রাণ বিতরণ কর্মসূচীতে অংশগ্রহণ করেন ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশের ইসলামী যুব খেলাফত চট্টগ্রাম মহানগরের সভাপতি ওসমান কাসেমী, ইসলামী ছাত্র খেলাফতের সহসভাপতি মহিউদ্দিন কামিল, সহসভাপতি আব্দুল হাই মাসুম, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আল আমিন, ছাত্রনেতা ইলিয়াস আহমদ, জয়েন্ট সেক্রেটারি হিফজুর রহমান, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন রাতুল, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ফখরুদ্দীন শিবলী, অর্থ সম্পাদক হোসাইন আহমদ সরাইলী, সহপ্রচার সম্পাদক আশরাফ শিহাব, সমাজ কল্যাণ সম্পাদক এনায়েত ঢালী, কার্যনির্বাহী সদস্য মিজাহিদুল ইসলাম জিহাদ, সদস্য আহমেদ মুসা, ছাত্রনেতা ইউসুফ, ওসামা বিন ইসহাক, মাহবুব, শাহ আলম, ওসামা মিরপুরী প্রমুখ নেতৃবৃন্দ।

 

এ জাতীয় আরো সংবাদ

ফরিদপুরে সমাজকল্যাণ পরিষদের কমিটি গঠন, সভাপতি মুফতি মুস্তাফিজ

নূর নিউজ

ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় শাস্তি পেয়েছেন ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম

নূর নিউজ

রূপগঞ্জে অগ্নিকাণ্ডে হতাহতদের ক্ষতিপূরণ দিতে হবে

আনসারুল হক