সিলেটে মোদী বিরোধী বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, আটক ৭

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতা করে সিলেটে অনুষ্ঠিত বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। এসময় ৭ জনকে আটক করা হয়।

বুধবার (২৪ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে বাম গণতান্ত্রিক জোট নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ মিছিল শুরু করে। জোটের নেতাকর্মীরা মোদী বিরোধী স্লোগান দিতে থাকলে পুলিশ লাঠিচার্জ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।

বামজোটের নেতাকর্মীরা জানান, বিক্ষোভকারীদের বেধড়ক পিটিয়েছে পুলিশ। মিছিলে অংশ নেওয়া তরুণীদেরও নির্মমভাবে লাঠিপেটা করা হয়।
মিছিল থেকে দুই তরুণীসহ বাম গণতান্ত্রিক জোটের ৭ জনকে আটক করেছে পুলিশ।

সিলেট নগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফরহাদ বলেন, বিক্ষোভের চেষ্টাকালে পুলিশ ৭ জনকে আটক করেছে। আটকদের মধ্যে দুই তরুণী রয়েছেন।

এ জাতীয় আরো সংবাদ

তিন ঘণ্টা আগে এসেও যুক্তরাজ্যে যেতে পারেননি জামিলা

আনসারুল হক

১৫ নভেম্বর থেকে সারা দেশে শীতের আমেজ শুরু

নূর নিউজ

ঘূর্ণিঝড় ‘মোখা’য় ক্ষতিগ্রস্তদের পাশে যুক্তরাষ্ট্র

নূর নিউজ