সিলেট ও সুনামগঞ্জে বন্যা দুর্গত মানুষদের মাঝে ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া মোহাম্মদপুরের ত্রাণ বিতরণ 

সিলেট ও সুনামগঞ্জ জেলার বন্যা দুর্গত অসহায় মানুষদের মাঝে ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া মোহাম্মদপুরের ত্রাণ বিতরণ কর্মসূচি হয়েছে।

গতকাল ২৯শে জুন দিবাগত রাতে মোহাম্মাদপুরস্থ কওমী মাদরাসা সমুহের ঐক্যবদ্ধ ফোরাম “ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া মোহাম্মাদপুর” এর উদ্যোগে বন্যা কবলিত এলাকা সুনামগঞ্জ ও সিলেট অঞ্চলের অসহায় মানুষের সাহায্যে জামিয়া রাহমানিয়া আজিজিয়ার মোহতামিম ও বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব আল্লামা মাহফুজুল হক দাঃ বাঃ এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল রওনা হয়েছে।

প্রতিনিধি দলে আরও রয়েছেন জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়ার নায়েবে মুহতামিম মাওলানা মোহাম্মদ ফয়সাল, জামিআ ইসলামিয়া বাইতুল আমান আদাবর মাদরাসার মুহতামিম মুফতী মাহমুদুর রহমান, জামিআ ইসলামিয়া ওয়াহিদিয়ার মুতামিম মাওলানা যোবায়ের আহমাদ, জামিয়া ইসলামিয়া মুহাম্মাদী আশরাফুল মাদরিসের নাযেমে তালীমাত মাওলানা আশরাফুদ্দীন, আন-নুর নৈশ মাদরাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ যোবায়ের ও মাওলানা মাহফুজুর রহমান।

আজ ৩০শে জুলাই উক্ত প্রতিনিধি দল প্রথমে সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে। তারপর সিলেট জেলার সদরে কাজিরবাজারস্থ জামিয়া মাদানিয়া ইসলামিয়া মাদরাসা প্রাঙ্গণে বন্যাদুর্গত জনসাধারণের মাঝে নগদ সহায়তা প্রদান করে। সাধারণ মানুষকে সহায়তা করার পাশাপাশি ২০টি শিক্ষা প্রতিষ্ঠানকেও নগদ অর্থ দিয়ে সহায়তা করা হয়।

ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া মোহাম্মদপুর শিক্ষামূলক কার্যক্রমের পাশাপাশি আগামীতেও এই জাতীয় সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করে।

এ জাতীয় আরো সংবাদ

বাকপ্রতিবন্ধীদের সম্মানে আল নূর কালচারাল সেন্টারের ইফতার মাহফিল (ভিডিও সহ)

নূর নিউজ

স্বামীকে বাঁচাতে কিডনী দিবেন স্ত্রী, প্রতিস্থাপনের খরচের জন্য আটকে আছে চিকিৎসা

নূর নিউজ

আল নূর কালচারাল সেন্টারের উদ্যোগে পবিত্র কোরআন বিতরণ

নূর নিউজ