সীরাত চর্চাকে গণপরিসরে ছড়িয়ে দিতে হবে

একটি অনুপম আদর্শ প্রতিষ্ঠার লক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত সীরাত প্রতিযোগিতা ও জাতীয় সীরাত সম্মেলন’ ২২ বাস্তবায়ন উপলক্ষে মিডিয়া ব্যক্তিত্ব ও অনলাইন এক্টিভিস্ট মতবিনিময় সভা আজ ২৪ সেপ্টেম্বর ২০২২ রোজশনিবার সকাল১০টায় পুরানাপল্টনস্থ আইএবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম।

এতে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহ ইফতেখার তারিক, অনলাইন এক্টিভিস্ট মাও: রুহুল আমিন সাদী, বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সভাপতি মাওলানা মুনিরুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারী জেনারেল আতিকুর রহমান মুজাহিদ, ইসলামীছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ, ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের কেন্দ্রীয় সভাপতি শহিদুল ইসলাম কবির, আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ূন আইয়ূব, রেডিও একাত্তরের ইসলামিক অনুষ্ঠান পরিচালক মোমিন চৌধরী, ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের জয়েন্ট সেক্রেটারী ডা: শহিদুল ইসলাম, প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, লেখকও সম্পাদক জিয়াউল আশরাফ, হাসিব আর রহমান, সালমান হাবীব, শাহনুর শাহীন প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, কে এম শরিয়তুল্লাহ ও এম এম শোয়াইব।

বক্তাগণ বলেন, সীরাত চর্চাকে গণপরিসরে ছড়িয়ে দিতে হবে। রাসূল সা. এর সীরাত চর্চাকে ব্যাপক করে সর্বত্র ছড়িয়ে দিয়ে সে আলোকে নিজ জীবন ও সমাজ ও রাষ্ট্র গঠনে সকলকে একযুগে কাজ করতে হবে। তারা বলেন, সমাজ ও রাষ্ট্রে অশান্তির মূল কারণ রাসূল সা. এর জীবনাদর্শ রাষ্ট্রে প্রতিষ্ঠিত না থাকা।

সভাপতির বক্তব্যে মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেন, পরকালের নাজাতে ব্যক্তি জীবনের সর্বক্ষেত্রে রাসুল (সাঃ) এর আদর্শ অনুসরণ ও বাস্তবায়ন করাই হচ্ছে প্রকৃত মুমিন মুসলমানের কাজ। রাসুল (সা.) এর জীবনাদর্শ প্রতিষ্ঠা করতে পারলেই সমাজে শান্তি ও সম্প্রীতি গড়ে তোলা সম্ভব। তিনি সকল দল, সংগঠনকে ব্যাপকভাবে সীরাত চর্চা করার আহ্বান জানান।

এ জাতীয় আরো সংবাদ

লালবাগে আল মক্কা ট্রাভেলস-এর শাখা অফিস উদ্বোধন উপলক্ষে দু’আ মাহফিল

আনসারুল হক

সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের সম্মেলন সফল করতে চট্টগ্রাম সফরে নেতৃবৃন্দ

নূর নিউজ

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে আগামী প্রজন্মকে ধ্বংসের চক্রান্ত চলছে

নূর নিউজ