সেনেগালে নতুন প্রধানমন্ত্রী ওসমান সোনকো

আফ্রিকার দেশ সেনেগালের নবনির্বাচিত প্রেসিডেন্ট বাসিরু দিওমায়ে ফায়ে দেশটির নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন। নতুন প্রধানমন্ত্রীর নাম ওসমান সোনকোকে। খবর আল জাজিরার।

ওসমান দেশটির দুর্নীতিবিরোধী আন্দোলনের অগ্রনায়ক। সেই সঙ্গে তিনি নতুন প্রেসিডেন্টের একজন ঘনিষ্ঠ মিত্র ও অন্যতম সমর্থক হিসেবে পরিচিত।

প্রধানমন্ত্রী পদে নিয়োগ পেয়ে ওসমান বলেন, মন্ত্রিসভার নতুন সদস্যদের তালিকা তিনি প্রেসিডেন্টকে দিয়েছেন। তার অনুমোদন পেলেই সরকার পূর্ণাঙ্গ রূপ পাবে।

গতকাল মঙ্গলবার সেনেগালের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ৪৪ বছর বয়সী ফায়ে। এরপর প্রথম আদেশে তিনি প্রধানমন্ত্রী পদে ওসমানকে নিয়োগ দেন।

৪৯ বছর বয়সী সোনকো নিয়োগ পাওয়ার পর বলেন, প্রেসিডেন্ট ফায়ের কাঁধে এখন কঠিন দায়িত্ব। এ সময়টায় তাকে একা ছেড়ে দেওয়ার প্রশ্নই আসে না।

গত কয়েক মাস ধরে অনিশ্চয়তায় কেটেছে সেনেগালবাসীর। তবে প্রেসিডেন্ট নির্বাচন ও গত সপ্তাহের নির্বাচনে তরুণ ও প্রতিষ্ঠানবিরোধী ফায়ের বিজয় দেশবাসীর মধ্যে স্বস্তির অনুভূতি এনেছে যে পরিবর্তন ঘটছে। নির্বাচনের মাত্র ২০ দিন আগেও ফায়ে কারাবন্দী ছিলেন।

এ জাতীয় আরো সংবাদ

মার্কিন সুপ্রিম কোর্টের সামনে গায়ে আগুন দিয়ে আত্মাহুতি

নূর নিউজ

ইউক্রেন দূতাবাস কর্মকর্তাদের দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের

নূর নিউজ

গাজায় নিহতের সংখ্যা ১১ হাজার ছাড়াল

নূর নিউজ