আল্লামা শফীর রুহের মাগফেরাত কামনায় কুরআন খতম ও দোয়া অনুষ্ঠিত

মোহাম্মদ এনামুল হাসান: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান, হাটহাজারী মাদ্রাসার সাবেক মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জামিয়া কোরআনিয়া সৈয়দা সৈয়দুন্নেছা ও কারিগরী শিক্ষালয় কাজীপাড়া ব্রাক্ষণবাড়ীয়ার শিক্ষকবৃন্দ ও ছাত্রবৃন্দ।

আল্লামা শাহ আহমদ শফীর রুহের মাগফেরাত কামনায় গতকাল শনিবার দিনব্যাপী কুরআন খতম ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া পূর্ব আলোচনায় সভাপতিত্ব করেন অত্র জামিয়ার পরিচালক আলহাজ্ব হাফেজ মাওলানা মোহাম্মদ ইদ্রিস। বক্তব্য রাখেন অত্র জামিয়ার নাজিমে তালিমাত আলহাজ্ব হাফেজ মাওলানা জাকারিয়া, নাজিমে দারুল ইকামাহ মুফতী মোহাম্মদ এনামুল হাসান প্রমুখ। এতে জামিয়া কোরআনিয়া সৈয়দা সৈয়দুন্নেছা ও কারিগরী শিক্ষালয় কাজীপাড়া ব্রাক্ষণবাড়ীয়ার শিক্ষকবৃন্দ ও ছাত্রবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনাসভা শেষে আল্লামা শাহ আহমদ শফী রহ.-এর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এ জাতীয় আরো সংবাদ

সারাদেশে মাঝারি বৃষ্টির পূর্বাভাস

নূর নিউজ

শিক্ষকদের বেতন না দিতে পেরে মাদ্রাসার মাঠে ধান চাষ

নূর নিউজ

পায়রায় ফের বিদ্যুৎ উৎপাদন শুরু

নূর নিউজ