সৌদির উচ্চউলামা পরিষদের সদস্য ও সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রধান শায়খ সালেহ আর নেই

সৌদি আরব উচ্চ উলামা পরিষদের সম্মানিত সদস্য এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রধান সামাহাতুশ শায়খ আল্লামা সালেহ আল-লুহাইদান আজ বুধবার ফজর সলাতের পূর্বে বার্ধক্যজনিত অসুস্থতায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।

তিনি ছিলেন সমকালীন আরববিশ্বের অন্যতম প্রবীণ ও প্রধান আলেম। উচ্চ উলামা পরিষদের প্রথম বৈঠক থেকে দীর্ঘ পঞ্চাশ বছর তিনি ছিলেন এর সম্মানিত সদস্য। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রধান ছিলেন দীর্ঘ বিশ বছরের বেশি। বার্ধক্যজনিত কারণে কিছুদিন আগে সেখান থেকে অবসর নেন। তিনি ছিলেন ১৩৯৯ হিজরি মোতাবেক ১৯৭৯ সালে মসজিদে নামিরায় হজের খতিব। ফিকহশাস্ত্রে পাণ্ডিত্য, নিজের আমল ও শরিয়তের বিধিনিষেধ পরিপালনে তাঁর অবিচলতার জন্য তিনি বিখ্যাত ছিলেন।

তার জন্ম ১৩৫০ হিজরিতে। মৃত্যুকালে শায়খের বয়স হয়েছিল ৯৩ বছর। আল্লাহ তাঁকে মাগফিরাত ও জান্নাতের নেয়ামতে ভূষিত করুন।

উল্লেখ্য, শায়খ বরাবরই অন্যয়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। কিছুদিন পূর্বে সৌদি আরবে অনুষ্ঠিত কনসার্টের বিরুদ্ধেও তিনি বলিষ্ঠ কণ্ঠে প্রতিবাদ করেন।

এ জাতীয় আরো সংবাদ

ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনা আয়োজনে প্রস্তুত আমিরাত

আনসারুল হক

বিশ্ব ইজতেমাকে টঙ্গী থেকে সরাতে লিগ্যাল নোটিশ; যা বলছেন তাবলিগের মুরুব্বিরা

নূর নিউজ

সৌদি আরবে একদিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর

নূর নিউজ