সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

রিয়াদ প্রতিনিধি: সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় মো. ফারুক খান (৪৬) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাত ১১ টায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ পৌঁছায়। ফারুক খান চাঁদপুর সদর উপজেলার আশিকাটি চাঁদখার বাজারের প্রতিষ্ঠাতা মৃত চাঁদখার ছেলে।

নিহতের ভাই মো. শাহাদাত হোসেন খান জানান, ২৫ মার্চ বৃহস্পতিবার পরিবারের সদস্যদের সঙ্গে মোবাইলে কথা বলে কাজের জন্য বাসা থেকে বের হন। সন্ধ্যায় সৌদি আরব থেকে মোবাইল ফোনে জানানো হয় সড়ক দুর্ঘটনায় আমার ভাই মারা গেছে। ফারুকের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

ফারুক খানের ছেলে রিয়াদ খান জানান, তার বাবার লাশ মঙ্গলবার দেশে আনা হয়। বুধবার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এ জাতীয় আরো সংবাদ

কাতারে আল নূর সেন্টারের বনভোজন অনুষ্ঠিত

নূর নিউজ

কুয়েতে করোনার নতুন ভ্যারিয়েন্ট এক্সবিবি শনাক্ত

নূর নিউজ

ডিএফসির অর্থায়নে আরও মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ

নূর নিউজ