সৌদি আরবে উচ্চ শিক্ষার সুযোগ, এখনই আবেদন করুন

সৌদি আরবে উচ্চ শিক্ষার সুযোগ, এই সুযোগ শুধুমাত্র নিয়মিত শিক্ষার্থীদের জন্য, ওয়েবসাইটে লগইন করলে বিস্তারিত তথ্য পাবেন)

সৌদি আববের শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে সকল শিক্ষার্থী সৌদি আরবে উচ্চ শিক্ষা গ্রহনে ইচ্ছুক তাঁরা https://studyinsaudi.moe.gov.sa এই ওয়েবসাইটে আবেদন করতে পারবে। আগামী জানুয়ারি ২০২৩ এর মাঝামাঝি পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।

ইতিমধ্যে বিভিন্ন দেশের শিক্ষার্থী সৌদি আরবে তাদের পড়ালেখা করার জন্য প্রয়োজনীয় নিবন্ধন সম্পন্ন করেছেন।

সৌদি আরবে শিক্ষা (Study in Saudi Arabia) শীর্ষক প্রোগ্রামে বিশ্বের ১৬০ টি দেশের ছাত্র এবং ছাত্রী উভয় শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষাবিদ, গবেষকরাও আবেদনের সুযোগ পাবেন। মন্ত্রণালয় গত ২৭ সেপ্টেম্বর স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী শিক্ষা ভিসা চালু করার জন্য এক যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহন করেছে। সৌদি শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশ্য বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থী, গবেষক, শিক্ষাবিদরা সৌদি আরবে উচ্চ শিক্ষা গ্রহন করবে এবং গবেষণা কার্যক্রমে অংশগ্রহণ করবে।

এই প্রকল্প এর লক্ষ্য সৌদি আরবকে বিশ্বের মাঝে একটি আকর্ষণীয় শিক্ষাবান্ধব দেশে পরিণত করা। বিস্তারিত সৌদি গেজেটের সংবাদে——–
https://saudigazette.com.sa/article/626336/SAUDI-ARABIA/Over-50000-international-students-register-for-Study-in-Saudi-Arabia-program

এ জাতীয় আরো সংবাদ

তীব্র তাবদাহ থেকে বাঁচতে বাংকারে আশ্রয় নিচ্ছেন মানুষ

নূর নিউজ

ইউক্রেন যুদ্ধ থামাতে তুরস্ক ও জার্মানির প্রচেষ্টা

নূর নিউজ

হজের সব সুবিধা নিয়ে ‘নুসুক’ চালু করল সৌদি

নূর নিউজ