সৌদি যুবরাজকে ঈদের শুভেচ্ছা জানালেন এরদোগান

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

সোমবার তিনি ফোন করে সৌদি যুবরাজকে এ শুভেচ্ছা জানান। খবর আনাদোলুর।

এ সময় দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক বিভিন্ন ইস্যুতেও আলোচনা করেন।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রলাণয় এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

গত ২২ জুন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের তুরস্ক সফরের পর থেকে দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হয়েছে।

এ সফরের পর তুরস্কের আদালতে চলমান সৌদি কনস্যুলেটে হত্যাকাণ্ডের শিকার দেশটির রাজপরিবারের কঠোর সমালোচক জামাল খাশোগির বিচারও বন্ধ করে দেয় আঙ্কারা।

এ জাতীয় আরো সংবাদ

মাদাগাস্কারে ঘূর্ণিঝড়ে নিহত বেড়ে ১২০, বিপর্যস্ত জনজীবন

নূর নিউজ

আবারো ইসলাম-বিরোধী পদক্ষেপ গ্রহণ করলো ফ্রান্স

আলাউদ্দিন

পাকিস্তানের ডাকে সাড়া দিয়ে তালেবানের সঙ্গে বৈঠকে বসছে সীমান্তবর্তী দেশগুলো

নূর নিউজ