স্বাধীন কাশ্মীরের স্বপ্নদ্রষ্টা আলি শাহ গিলানীর ইন্তেকাল

ভারত শাসিত কাশ্মীরের স্বাধীনতাকামী নেতা প্রবীণ রাজনীতিক সৈয়দ আলি শাহ গিলানি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার রাতে শ্রীনগরে নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

অল পার্টিজ হুররিয়াত কনফারেন্সের নেতা আবদুল হামিদ লোনের বরাত দিয়ে ডন এ কথা জানিয়েছে।

স্বাধীনতাকামী এই নেতা দীর্ঘ দিন ধরেই গৃহবন্দি ছিলেন। গত বছর হঠাৎ করেই স্বাধীনকামী সংগঠনগুলোর জোট হুররিয়াতের নেতৃত্ব থেকে ইস্তফা দেন গিলানি।

এদিকে স্বাধীনতাকামী এই নেতার মৃত্যুতে সেখানে ভারতীয় কর্তৃপক্ষ নিরাপত্তা কড়াকড়ি আরোপ করেছে বলে জানিয়েছে স্থানীয়রা।

পরিবারের পক্ষ থেকে গিলানির মৃত্যুর খবর জানানো হলে নিরাপত্তা বাহিনী কাঁটাতার দিয়ে তার বাসায় যাওয়ার পথ বন্ধ করে দেয়।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, নিরাপত্তা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। কারফিউ জারি এবং ইন্টারনেট বিচ্ছিন্ন করে দেওয়া হতে পারে।

আলি শাহ গিলানি ১৯২৯ সালে বারামুলায় জন্ম গ্রহণ করেন। পরবর্তীতে লাহোরের ওরিয়েন্টাল কলেজে পড়াশোনা করেন। এর পরে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত হন।

এ জাতীয় আরো সংবাদ

সারা বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য বিশ্বব্যাপী সাহসী, দৃঢ় এবং সমন্বিত পদক্ষেপ নিতে হবে

নূর নিউজ

বাণিজ্য ক্ষেত্রে সুবিধা বাড়াতে ইইউর প্রতি আহ্বান অর্থমন্ত্রীর

নূর নিউজ

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা: ফতোয়াদাতা ওলামা শাখার প্রধান গ্রেফতার

নূর নিউজ