স্বামীকে বাঁচাতে কিডনী দিবেন স্ত্রী, প্রতিস্থাপনের খরচের জন্য আটকে আছে চিকিৎসা

নিজস্ব প্রতিবেদক: ঠুনকো বিষয়েই যখন সংসার ভেঙে যাওয়ার ঘটনা নিত্যদিনের তখন কিডনি ডোনেটের মাধ্যমে স্বামী রুহুল আমিনের জীবন বাঁচাতে চান জান্নাতুল ফেরদৌসী। স্বামীর জীবন বাঁচাতে শুধু কিডনি ডোনেট কেন, যেকোন কিছুই করতে রাজি এই নারী। গত একছরে স্বামীর চিকিৎসা করাতে গিয়ে সব হারানোর পরও এতটুকুন ভালোবাসাও যেন কমেনি তাদের মাঝে। স্বামীর এই সময়ে ছায়ার মতো প্রতিটি মুহূর্ত জড়িয়ে আছেন জান্নাতুল ফেরদৌসী।

স্বামীর চিকিৎসা করাতে গিয়ে সবকিছু হারিয়েছেন। নিয়মিত ডায়ালাইসিস ও চিকিৎসা করাতেই হিমশিম খাচ্ছেন জান্নাতুল ফেরদৌসী। কথা বলে জানা গেছে, প্রতি মাসে প্রায় ৫০ হাজার টাকা খরচ হচ্ছে কোনপ্রকার রোজগার না থাকা এই পরিবারটির। মানুষের কাছে চেয়ে চেয়ে সংসার চালাতে হচ্ছে। এমনকি রূহুল আমিনের চিকিৎসাও চলছে মানুষের সাহায্য সহযোগিতায়।

এমন পরিস্থিতিতে সর্বোচ্চ ত্যাগের পরও স্বামী রুহুল আমিনকে চিকিৎসা করাতে পারছেন না ভালবাসার যুদ্ধে হার না মানা জান্নাতুল ফেরদৌসী। আর্থিক অভাবে কিডনি প্রতিস্থাপনের খরচটাও জোগাড় হচ্ছে না সাভারের আশুলিয়ার এই দম্পতির।

জান্নাতুল ফেরদৌসী জানান, কয়েকবার কিডনি প্রতিস্থাপনের জন্য দিন তারিখ ঠিক করা হলেও টাকার অভাবে চিকিৎসা করানো যাচ্ছে না।

চিকিৎসকেরা বলছেন সবমিলিয়ে অন্তত ১০ থেকে ১২ লক্ষ টাকা প্রয়োজন কিডনি প্রতিস্থাপনের জন্য। এবং সব টাকা একসঙ্গে প্রয়োজন।‌ তা না হলে চিকিৎসা শুরু যাবে না।

কিডনি ফাউন্ডেশনের তত্ত্বাবধানে থাকা রুহুল আমিনের চিকিৎসা করাতে তার স্ত্রী মানুষের কাছে সাহায্যের আহ্বান জানিয়েছেন। যোগাযোগের জন্য তিনি একটি ফোন নাম্বার দিয়েছেন (+8801924534800, বিকাশ, পার্সোনাল)।

ভালোবাসার কাছে পৃথিবীর সবকিছুই মূল্যহীন, একথাই যেন আবারও প্রমাণ পেয়েছে হার না মানা এই দম্পতির কাছে।‌ সবকিছুর জোগাড় হলে ছোট্ট মেয়ে লামিয়াকে নিয়ে আবারো হাসতে চান রুহুল আমিন ও জান্নাতুল ফেরদৌসী।

 

এ জাতীয় আরো সংবাদ

প্রখ্যাত বক্তা মাও. হেদায়েতুল্লাহ আজাদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত

আনসারুল হক

বন্যার্ত মানুষের জন্য সরকারের ত্রাণ তৎপরতা নেই: চরমোনাই পীর

নূর নিউজ

২০০ অতিথির অংশগ্রহণে এতিম সায়মার জাঁকজমকপূর্ণ বিয়ে

নূর নিউজ