সয়াবিন তেলের দাম বৃদ্ধি হাইকোর্টের নজরে, যে পরামর্শ দিলেন আদালত

oil

সয়াবিন তেলের দাম বাড়ানোর বিষয়টি হাইকোর্টের নজরে এনেছেন তিন আইনজীবী। আদালত যথাযথ প্রক্রিয়ায় তাদের আগামী রোববার রিট করার পরামর্শ দিয়েছেন।

বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এসএম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ পরামর্শ দেন।

তিন আইনজীবী হলেন- অ্যাডভোকেট মনির হোসেন, সৈয়দ মহিদুল কবীর ও মোহাম্মদ উল্লাহ। তারা সয়াবিন তেলের দাম বাড়ানো নিয়ে একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সুযোগ নিয়ে বাংলাদেশের এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সয়াবিন তেলের দাম অস্বাভাবিক হারে বাড়িয়ে দিয়েছেন। ২ মার্চ বাজারে ক্রেতাদের কাছ থেকে এক লিটার খোলা সয়াবিনের দাম রাখা হয়েছে ১৭৫ টাকা। অথচ সরকার এক লিটার খোলা সয়াবিনের দাম ১৪৩ টাকা নির্ধারণ করে দিয়েছে।

আইনজীবীরা জানান, আমরা রোববার তেলের দাম বাড়ানো ও মজুতকারীদের বিরুদ্ধে রিট করব।

এ জাতীয় আরো সংবাদ

এখন থেকে সমাবেশ করতে পুলিশের অনুমতি নেওয়ার হবে না: নুর

নূর নিউজ

‘পাকিস্তানে বন্যা দুর্গতদের জন্য ত্রাণ পাঠাবে বাংলাদেশ’

নূর নিউজ

১৮ অঞ্চলে বজ্রসহ ঝড়বৃষ্টির আভাস

নূর নিউজ