হজের সময় ভুয়া ক্যাম্পেইনে জড়িতদের গ্রেফতার করছে সৌদি

এবার যারা হজ পালন করবেন তারা দুই তিন দিনের মধ্যেই সৌদি আরবে আসতে শুরু করবেন। এর আগে হজ সংশ্লিষ্ট প্রতারণার সঙ্গে জড়িতদের ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখছে সৌদি আরব কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে দেশটি এবার হজ নিয়ে ভুয়া ক্যাম্পেইনে জড়িতদের গ্রেফতার করছে।

শুক্রবার (২৫ এপ্রিল) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভুয়া হজ ক্যাম্পেইন পরিচালনা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা প্রচারণা চালানোর অভিযোগে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

পাবলিক সিকিউরিটি ডিরেক্টরেটের অধীনে অভিযানে যাদের গ্রেফতার করা হয়েছে, তারা কাবা শরিফের পবিত্র স্থানে থাকার ব্যবস্থা, যাতায়াত, অন্যের পক্ষে হজ সম্পাদনের প্রস্তাব, কোরবানি পশু বিতরণ এবং অবৈধ মৌসুমি রিস্টব্যান্ড বিক্রির মতো ভুয়া সেবা প্রদানের সঙ্গে যুক্ত ছিলেন।মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, গ্রেফারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের পাবলিক প্রসিকিউশনে হস্তান্তর করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, সৌদি নাগরিক ও বাসিন্দাদের অবশ্যই ‘নুসুক’ প্ল্যাটফর্মের মাধ্যমে সরকারি হজ পারমিট সংগ্রহ করতে হবে এবং আন্তর্জাতিক হজযাত্রীদের সৌদি কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হজ ভিসা ‘তাসরিহ’ প্ল্যাটফর্মের মাধ্যমে সংগ্রহ করতে হবে।

হজযাত্রীদের পক্ষ থেকে কোরবানি ও সদকার কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে, মন্ত্রণালয় পুনরায় স্মরণ করিয়ে দিয়েছে যে, ‘Saudi Project for the Utilization of Hady and Adahi’ সংস্থাই এ বিষয়ে একমাত্র অনুমোদিত কর্তৃপক্ষ। তাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং ৯২০০২০১৯৩ নম্বরে কল করে অর্ডার ও ট্র্যাকিং করা যাবে। হজ পালনে ইচ্ছুক নাগরিক ও বাসিন্দাদের সরকারি নির্দেশিকা কঠোরভাবে অনুসরণের আহ্বান জানিয়ে, মন্ত্রণালয় বলেছে, যেকোনো সন্দেহজনক কার্যকলাপ বা প্রতারণামূলক প্রচারনা দেখা দিলে মক্কা, রিয়াদ এবং পূর্বাঞ্চলে ৯১১ নম্বরে এবং অন্যান্য অঞ্চলে ৯৯৯ নম্বরে যোগাযোগ করতে হবে।

প্রতারণামূলক বিজ্ঞাপন ও অফারে বিভ্রান্ত না হয়ে শুধু সরকার অনুমোদিত মাধ্যমেই যোগাযোগ করার জন্য বারবার সতর্ক করেছে কর্তৃপক্ষ। হজ ও ওমরাহ মন্ত্রণালয় পূর্বে জানায়, সরকার অনুমোদিত হজ এজেন্সি (৮০টি দেশের জন্য) অথবা ‘নুসুক হজ’ প্ল্যাটফর্মের মাধ্যমে (১২৬টি দেশের জন্য) সরাসরি বুকিং ছাড়া হজে অংশগ্রহণ সম্ভব নয়।

দেশীয় হজযাত্রীদের জন্য মন্ত্রণালয় বলেছে, ‘ইলেকট্রনিক ট্র্যাক’ ও ‘নুসুক’ অ্যাপই হজ প্যাকেজ বুকিংয়ের একমাত্র সরকারিভাবে স্বীকৃত প্ল্যাটফর্ম এবং এদের বাইরে ছড়িয়ে পড়া যেকোনো তথ্য বা অফার বিভ্রান্তিকর ও অস্বীকৃত। সূত্র: সৌদি গেজেট

এ জাতীয় আরো সংবাদ

রাষ্ট্রদ্রোহিতা মামলা : আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে প্রতিবেদন ৩ মার্চ

আলাউদ্দিন

যুক্তরাষ্ট্রের সিডিসির তালিকায় বাংলাদেশ অতি উচ্চ ঝুঁকিপূর্ণ দেশ

আনসারুল হক

ভিসা ছাড়াই ইরান যেতে পারবেন ভারতীয়রা, তবে…

নূর নিউজ