হজে গিয়ে আরও ৩ বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবের মক্কায় পবিত্র হজ পালন করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে আরও তিন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

গতকাল বুধবার রাতে মারা যাওয়া তিন হজযাত্রীর মধ্যে দুইজন পুরুষ ও একজন মহিলা।

তারা হলেন পঞ্চগড় জেলার রাধানগরের বাসিন্দা মো. শহিদুল ইসলাম (৬৭), রাজধানীর খিলগাঁও এলাকার বাসিন্দা আইয়ুব খান ও বগুড়া জেলার আদমদীঘির বাসিন্দা রোকেয়া বেগম। মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছে মক্কায় অবস্থিত বাংলাদেশ হজ মিশন।

সৌদি আরবে হজ পালন করতে এসে এ পর্যন্ত মক্কা ও মদিনায় ৭ বাংলাদেশির হজযাত্রীর মৃত্যু হয়েছে। এরমধ্যে ৫ জন পুরুষ ও ২ জন নারী।

পবিত্র হজ পালন করতে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৬২ হাজার ২০৯ জন বাংলাদেশি সৌদি আরবের পৌঁছেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৩৫০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫২ হাজার ৮৫৯ জন। চাঁদ দেখা যাওয়ার সাপেক্ষে আগামী ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিববুল্লাকে গুলি করে হত্যা

নূর নিউজ

আমেরিকা ২০ বছরেও আফগানিস্তানে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করতে পারেনি

নূর নিউজ

‘ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের অবসান না হওয়া পর্যন্ত আরব বিশ্বে শান্তি আসবে না’

নূর নিউজ