হজ শেষে মদিনায় যাচ্ছেন হাজিরা

হজের সর্বশেষ কার্যক্রম তাওয়াফুল বিদা বা বিদায় তাওয়াফ শেষে নবীজির শহর খ্যাত মদিনা মুনাওয়ারায় যেতে শুরু করেছেন হাজিরা।

শুক্রবার থেকে হারামান ট্রেন ও বাসে করে হাজিদের বিভিন্ন কাফেলা মদিনায় যাত্রা শুরু করেছে। মদিনায় হাজিদের স্বাগত জানানোর প্রস্তুতি ও উদ্যোগ বাড়িয়ে দেওয়া হয়েছে।

কয়েক দিনের মধ্যে মদিনা মুনাওয়ারায় ৭০ হাজার হাজির আগমন ঘটবে বলে আশা করা হচ্ছে। সৌদি সংবাদমাধ্যম এসপিআই-এর খবরে বলা হয়েছে, ইসলামের পঞ্চস্তম্ভ হজ আদায়ে সহজতার জন্য হাজিরা সৌদি সরকারের প্রশংসা করেছেন।

তারা জানিয়েছেন, হারামাইন শরিফাইন ও পবিত্র স্থানগুলোতে বড় ধরনের কর্মপরিকল্পনা ও সেবার কারণে হজের বিধানগুলো সহজে পালন করা সম্ভব হয়েছে।

বিদায়ি তাওয়াফ শেষে মক্কা থেকে মদিনায় যাত্রা করার সময় হাজিরা বলেছেন, সহজে হজের বিধানগুলো পালন করতে পারায় তৃপ্তি সহকারে ইবাদতের সুযোগ ছিল। পুরো বিষয়টির জন্য আমরা সৌদি নেতৃত্বের কাছে কৃতজ্ঞ।

এ জাতীয় আরো সংবাদ

হজের পর যা করবেন

নূর নিউজ

মু’মিন নারীর সাতটি গুণ

নূর নিউজ

জুমার দিন যে আমলে ৮০ বছরের গোনাহ মাফ

নূর নিউজ